ভয়-সম্রাট নিজেই ভয় পেলেন কেন?

হরর এবং ফ্যান্টাসি ছবিতে তিনি অপ্রতিদ্বন্দ্বী। হরর সাহিত্যের বিশেষজ্ঞ হিসেবেও ‘প্যানস ল্যাবিরিন্থ’ বা ‘হেল বয়’-এর পরিচালক গুয়ের্মো দেল তোরো এই মুহূর্তে খ্যাতির শীর্ষে। বছর পঞ্চাশেকের এই প্রতিভাবান তাঁর মুকুটে যে নতুন পালকটি লাগিয়েছিলেন তা ভিডিও গেম নির্মাণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

হরর এবং ফ্যান্টাসি ছবিতে তিনি অপ্রতিদ্বন্দ্বী। হরর সাহিত্যের বিশেষজ্ঞ হিসেবেও ‘প্যানস ল্যাবিরিন্থ’ বা ‘হেল বয়’-এর পরিচালক গুয়ের্মো দেল তোরো এই মুহূর্তে খ্যাতির শীর্ষে। বছর পঞ্চাশেকের এই প্রতিভাবান তাঁর মুকুটে যে নতুন পালকটি লাগিয়েছিলেন তা ভিডিও গেম নির্মাণ। কিনতু সম্প্রতি কী এমন ঘটল যে, হরর-বাদশাহ নিজেই ভয় পেয়ে জানিয়েছেন, আর ভিডিও গেম সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে তিনি নেই। দেল তোরো প্রথমে ‘টি এইচ কিউ’ নামের একটি কোম্পানির সঙ্গে ‘ইনসেন’ নামের একটি প্রজেক্টে যুক্ত হন। কিছু দিনের মধ্যেই কোম্পানি লাটে ওঠে। তার পরে তিনি হিদিও কোজিমার সঙ্গে যোগ দেন। কোজিমা আবার হঠাৎই সেই সংস্থা ছেড়ে চলে যান। তিতিবিরক্ত হয়ে দেল তোরো ভিডিও গেমের জগৎ থেকেই নিজেকে সরিয়ে নেবেন বলে ঠিক করেছেন। রসিকতা করে তিনি জানিয়েছেন, কারোর জীবন তিনি নষ্ট করতে চান না। তিনি যেখানেই যান, যে হাউজেই যোগ দেন, সেটাই কীভাবে যেন ভেস্তে যায়। আবার যদি ভিডিও গেমে হাত দেন, তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ঘটে যেতে পারে। তবে কোনও সংস্থা যদি তাঁর ভাবনার উপর ভিত্তি করে ভিডিও গেম তৈরি করতে চায়, তিনি তাদের সর্বতোভাবে সাহায্য করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement