Shah Rukh Khan

পানমশলা, পানীয়ের বিজ্ঞাপন করা বন্ধ করবেন না শাহরুখ! আগে থেকেই কী যুক্তি দিয়ে রেখেছিলেন অভিনেতা

ধ্রুব রাঠী শাহরুখকে কাঠগড়ায় দাঁড় করাতেই তাঁর পুরনো একটি সাক্ষাৎকার ঘুরতে শুরু করেছে নেটপাড়ায়। পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর কথা তুলতেই কী জবাব দিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৭
Share:

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান বিশ্বের অন্যতম ধনী তারকা হয়েও কেন পানমশলা, ক্ষতিকারক পানীয়ের বিজ্ঞাপন করেন? প্রশ্ন তুলেছেন নেটপ্রভাবী ধ্রুব রাঠী। অভিনেতার সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় অর্থে যার পরিমাণ ১২,৪০০ কোটি টাকা। ধ্রুব প্রশ্ন তোলেন, এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়েই থাকে, তা হলে পানমশলার মতো খারাপ জিনিসের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?” এর জবাব কয়েক বছর আগেও যেন তৈরি রেখেছিলেন শাহরুখ।

Advertisement

ধ্রুব রাঠী শাহরুখকে কাঠগড়ায় দাঁড় করাতেই তাঁর পুরনো একটি সাক্ষাৎকার ঘুরতে শুরু করেছে নেটপাড়ায়। শাহরুখ সেই সাক্ষাৎকারে নিজের যুক্তি খাড়া করে বলেছিলেন, ‘‘প্রথমত আমি আমার দেশের স্বাস্থ্য মন্ত্রককে এই ধরনের জিনিস নিষিদ্ধ করতে বলব। যদি ধূমপান ক্ষতিকারক হয় তবে দেশে এই ধরনের জিনিসের উৎপাদন বন্ধ করতে হবে। যদি মনে হয় নরম পানীয় বিষের মতো ক্ষতিকর, তার উৎপাদনও বন্ধ করে দিন তা হলে। কিন্তু সেটা তো বন্ধ হবে না। কারণ, সরকারের এখান থেকে রাজস্ব পায়। তা হলে আমার কাজটা বন্ধ করবেন না। আমি একজন অভিনেতা। আমি কাজ করি, তার বিনিময়ে অর্থ পাই।’’ শাহরুখ সাফ জানান, যে জিনিসটা দেশের নাগরিকের ক্ষতি করবে বলে মনে হয়, সেটির উৎপাদনটাই আগে বন্ধ করা দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement