Entertainment News

হ্যাপি বার্থ ডে প্রাচী, আপনি এগুলোও করেন!

২৮ পেরিয়ে ২৯-এ পা দিলেন তিনি। বয়সের কথা উঠছে কারণ মঙ্গলবার তাঁর জন্মদিন। তবে বয়স নিয়ে একটুও চিন্তিত নন বার্থ ডে গার্ল। আপাতত ফোকাসে শুধুমাত্র কেরিয়ার। তিনি প্রাচী দেশাই। জন্মদিনে দেখে নেওয়া যাক প্রাচীর চার কীর্তি। না! এটা সিরিয়াসলি নেবেন না। সোশ্যাল মিডিয়ায় সেলেবদের নিয়ে মজা করে অনেক কিছুই আপলোড হয়। প্রাচীও তার ব্যতিক্রম নন। সেখান থেকেই বেছে নেওয়া হল চারটি।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৮
Share:

২৮ পেরিয়ে ২৯-এ পা দিলেন তিনি। বয়সের কথা উঠছে কারণ মঙ্গলবার তাঁর জন্মদিন। তবে বয়স নিয়ে একটুও চিন্তিত নন বার্থ ডে গার্ল। আপাতত ফোকাসে শুধুমাত্র কেরিয়ার। তিনি প্রাচী দেশাই। জন্মদিনে দেখে নেওয়া যাক প্রাচীর চার কীর্তি। না! এটা সিরিয়াসলি নেবেন না। সোশ্যাল মিডিয়ায় সেলেবদের নিয়ে মজা করে অনেক কিছুই আপলোড হয়। প্রাচীও তার ব্যতিক্রম নন। সেখান থেকেই বেছে নেওয়া হল চারটি।

Advertisement

আরও পড়ুন, কঙ্গনা-হৃতিক বিতর্কে কী বলছে বলিউড

প্রাচীর গোপন প্রেমিক

Advertisement

নিশ্চয়ই কৌতূহল হচ্ছে? জানতে ইচ্ছে করছে কে প্রাচীর গোপন প্রেমিক? নিজেই দেখে নেন। তিনি কি সত্যিই ফারহান আখতার? একসময় ফারহান ও প্রাচীর সম্পর্ক নিয়ে বেশ কিছু গসিপ চালু ছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তা নিয়ে কখনও মুখ খোলেননি প্রাচী।

এই বিশেষ মুহূর্তে নাকি অনেকটা ক্যাটরিনা কইফের মতো দেখতে লেগেছিল প্রাচীকে। আপনিও কি একমত?

ভুল করলে কী করেন প্রাচী?

ভুল তো অল্প বিস্তর আমরা সকলেই করি। প্রাচীও করেন। কিন্তু তার পর? কী করেন নায়িকা?

সিডাকটিভ মুড

টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু। পরে ফিল্মে অভিনয় করেন প্রাচী। বড়পর্দায় সিডাকটিভ মুডের প্রাচীকে মনে আছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement