Hardik-Mahika Love Story

বিমানবন্দরে যুগলে একসঙ্গে! ২৪ বছরের মডেল প্রেমিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর হার্দিকের?

একই গাড়ি থেকে নামছেন। একসঙ্গে বিমানবন্দরে যাচ্ছেন! আর কোনও লুকোচুরি নেই। প্রেমে রয়েছেন ক্রিকেটার-মডেলকন্যা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১০:১০
Share:

বিমানবন্দরে কালো পোশাকে রংমিলন্তি মাহিকা শর্মা-হার্দিক পাণ্ড্য। ছবি: ইনস্টাগ্রাম।

অনেক দিন লুকোচুরির পর অবশেষে সম্পর্কে ‘হ্যাঁ’! প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং মডেলকন্যা মাহিকা শর্মাকে। শুক্রবার সকালে তাঁরা কালো পোশাকে রংমিলন্তি। এক গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে আসেন। বিমানে ওঠার আগে পর্যন্ত ২৪ বছরের প্রেমিকাকে আগলে ছিলেন ক্রিকেটার।

Advertisement

শুক্রবার যুগলের প্রকাশ্যে আসা নিয়ে তাই প্রশ্ন তুলেছে ক্রিকেট এবং বিনোদনদুনিয়া। মুখে কিছু না বলে এ ভাবেই কি সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক-মাহিকা? এমন চর্চাও শুরু হয়েছে, বিজয় দেবরকোন্ডা-রশ্মিকা মন্দানার পর কি হার্দিক-মাহিকার আংটিবদলের পালা?

এর আগে, গায়িকা জৈসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলাকালীন নতুন প্রেমের কারণে শিরোনামে উঠে আসেন হার্দিক। তখনই কানাঘুষো, এ বার এক মডেলের প্রেমে পড়েছেন তিনি। তাঁদের নিয়ে চর্চা চললেও হার্দিক বা মাহিকা কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। একসঙ্গে দেখাও দেননি কখনও। প্রসঙ্গত, হার্দিক সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী-মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে।

Advertisement

বিয়ে ভাঙার পর প্রাক্তন স্ত্রীর সঙ্গে অতীত নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলেছে হার্দিকের। বিতর্ক চলাকালীন মাঠে মডেলকন্যাকে দেখা গিয়েছে। যে দিন যেখানে হার্দিকের খেলা, সে দিনই মাহিকা সেই মাঠে উপস্থিত। ক্রিকেটারের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এ ভাবে তাঁদের একসঙ্গে দেখা যায়নি তখনও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement