Entertainment news

ক্যাটরিনা ‘আন্টি’! টুইটারে ট্রোলড হল হর্ষালি

সলমন খান ওর আঙ্কেল। সেই হিসেবেই ক্যাটরিনা কইফকে আন্টি বলে ডেকে ফেলেছিল ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি হর্ষালি মলহোত্র। আর তাতেই টুইটারে ট্রোলড হল এই খুদে সেলেব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১৬:১৪
Share:

ফেসবুকে শেয়ার করা হর্ষালির সেই ছবি।— ফেসবুকের সৌজন্যে।

সলমন খান ওর আঙ্কেল। সেই হিসেবেই ক্যাটরিনা কইফকে আন্টি বলে ডেকে ফেলেছিল ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি হর্ষালি মলহোত্র। আর তাতেই টুইটারে ট্রোলড হল এই খুদে সেলেব।

Advertisement

ঘটনাটি ঠিক কী?

গত শনিবার ছিল ক্যাট সুন্দরীর জন্মদিন। সেদিনই প্রথম ফেসবুক অ্যাকউন্ট খুললেন নায়িকা। ফলে শুভেচ্ছা আসতে থাকে ওয়েব দুনিয়া থেকেও। সেখানেই মেসেজ পাঠান হর্ষালি। ক্যাটরিনার একটি ছবি পোস্ট করে হর্ষালি লেখেন, ‘হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা আন্টি।’ আর এতেই ট্রোলড হয়েছে হর্ষালি।

Advertisement

কেউ বলেন, ক্যাটরিনাকে দিদি বলে ডাকা উচিত ছিল হর্ষালির। আবার কেউ বলেন, সলমন আঙ্কেল বলেই ক্যাটরিনা আন্টি— হিসেবটা এত সহজ তো নাও হতে পারে! যদিও এ সবে সম্ভবত কিছু মনে করেননি ক্যাট। কারণ উত্তরে ক্যাট লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ লভ।’

আরও পড়ুন, অভিষেক বচ্চনের ওয়ার্ল্ড রেকর্ড! কীসে জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement