এ বার কি তবে এক দিল্লিওয়ালির প্রেমে মজেছেন রণবীর?

তাহলে কি এবার মুম্বাইয়া গার্লফ্রেন্ড ছেড়ে এক দিল্লিওয়ালির দিকেই ঝুঁকলেন রণবীর কপূর? বি-টাউনে কান পাতলে এতদিন যে জোরদার গুঞ্জনটা এতদিন শোনা যাচ্ছিল এখন তাতে শিলমোহর পড়বে পড়বে করছে। ভারতী মালহোত্রা। বলিউডের খান জমানা পরবর্তী সেনসেশনের বর্তমান হার্টথ্রব নাকি এই দিল্লি নিবাসী মডেল কন্যেই!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ১৫:০৭
Share:

তাহলে কি এবার মুম্বাইয়া গার্লফ্রেন্ড ছেড়ে এক দিল্লিওয়ালির দিকেই ঝুঁকলেন রণবীর কপূর? বি-টাউনে কান পাতলে এতদিন যে জোরদার গুঞ্জনটা এতদিন শোনা যাচ্ছিল এখন তাতে শিলমোহর পড়বে পড়বে করছে। ভারতী মালহোত্রা। বলিউডের খান জমানা পরবর্তী সেনসেশনের বর্তমান হার্টথ্রব নাকি এই দিল্লি নিবাসী মডেল কন্যেই!

Advertisement

ক্যাটরিনার সঙ্গে বহু চর্চিত মাখোমাথো প্রেমটা ভেঙে যাওয়ার পরে নাকি বেজায় মনমরা হয়ে পড়েছিলেন রণবীর। আর তখনই একটা পার্টিতে দিদি ঋদ্ধিমার সূত্রে ভারতীর সঙ্গে আলাপ তাঁর। শ্বশুর বাড়ি সূত্রে ঋদ্ধিমার নিবাসও এখন দিল্লি। জোর গুজব, ক’দিন আগে নাকি ভারতীর সঙ্গে দেখা করতেই দিল্লি ছুটেছিলেন বলিউডের জগ্গা জাসুস। অন্তত এমনটাই দাবি একটি ইংরেজি দৈনিকের।

ভারতী মালহোত্রা

Advertisement

যদিও এখনও পর্যন্ত কিন্তু এই খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। রণবীর কোনও দিনই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে মুখ খোলেনি। ভবিষ্যতেও যে এই বিষয়ে তিনি কিছু বলবেন তাক সম্ভাবনাও অতি ক্ষীণ। তাই রণবীরের এই নয়া প্রেমের সত্যতা জানতে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন—একটা ঘরের মধ্যেই হয়েছিল ‘জঙ্গল বুক’-এর শুটিং!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement