Entertainment news

বাহুবলীর তারকাদের আসলে কেমন দেখতে জানেন?

বাহুবলী, কাটাপ্পা, কালকেয়া, অবন্তিকা, শিবগামি দেবী— বাহুবলীর এই চরিত্রগুলো কে না চেনে। কিন্তু বাস্তবে এঁরা কারা, এঁদের কেমন দেখতে জানেন? সাবলীল অভিনয় এবং মেকআপের টাচ বাস্তব থেকে এঁদের এতটাই পাল্টে দিয়েছিল যে, আপনজনেরাও তাঁদের দেখে চিনতে পারেননি। বাহুবলীর এই চরিত্র এবং বাস্তবে সেই মানুষটি কেমন দেখতে দেখে নিন

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৯:৫১
Share:
০১ ১০

বাহুবলী, কাটাপ্পা, কালকেয়া, অবন্তিকা, শিবগামি দেবী— বাহুবলীর এই চরিত্রগুলো কে না চেনে। কিন্তু বাস্তবে এঁরা কারা, এঁদের কেমন দেখতে জানেন? সাবলীল অভিনয় এবং মেকআপের টাচ বাস্তব থেকে এঁদের এতটাই পাল্টে দিয়েছিল যে, আপনজনেরাও তাঁদের দেখে চিনতে পারেননি। বাহুবলীর এই চরিত্র এবং বাস্তবে সেই মানুষটি কেমন দেখতে দেখে নিন

০২ ১০

প্রভাস: দক্ষিণী এই সুপারস্টারকে বলিউড ফিল্ম ‘অ্যাকশন জ্যাকশন’-এ খুব অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল। ‘সহো’র হাত ধরে বলিউডে বড়সড় কামব্যাক করছেন প্রভাস। প্রভাসের ‘বাহুবলী’ লুকের সঙ্গে এই মুখের পার্থক্য কতটা বুঝতে পারছেন?

Advertisement
০৩ ১০

রানা ডগ্গুবতী: বলিউডের নানা ছবিতে নানা রকমের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আর ‘বাহুবলী’তে বল্লালদেবের চরিত্রে তাঁর অভিনয়েরই শুধু প্রশংসা হয়নি, প্রশংসিত হয়েছিল তাঁর লুক-ও।

০৪ ১০

প্রভাকর: প্রভাকর বাহুবলী-তে কালকেয়ার চরিত্রে অভিনয় করেছেন। শুধুমাত্র মেকআপ আর অভিনয়ের সাবলীলতায় আপাত নিরীহ চোখের এই মানুষটি মুহূর্তে যেন ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছিলেন।

০৫ ১০

তামান্না ভাটিয়া: হিম্মতওয়ালা, হামশকল, এন্টারটেনমেন্ট, তুতাক তুতাক তুতিয়ার মতো অনেক বলিউড ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বাহুবলীর অবন্তিকা অভিনয় জগতে তাঁকে একটা অন্য পরিচিতি দিয়েছে।

০৬ ১০

অনুষ্কা শেট্টি: সাধারণত রোম্যান্টিক ছবিতেই বেশি অভিনয় করেছেন তিনি। কিন্তু বাহুবলীতে দেবসেনা-র চরিত্রে কখনও রোম্যান্টিক, কখনও তরোয়াল হাতে শত্রুদের দমন করছেন তো কখনও মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

০৭ ১০

সত্যরাজ: চেন্নাই এক্সপ্রেসে তাঁকে দেখেছিলেন দীপিকা পাডুকোনের বাবার চরিত্রে। আর বাহুবলীতে তাঁকে দেখলেন কাটাপ্পার ভূমিকায়। দুই চরিত্রের লুকের কী ভাবে পরিবর্তন ঘটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

০৮ ১০

রাম্যা কৃষ্ণন: দক্ষিণী অভিনেত্রী রাম্যা কৃষ্ণনের অভিনয় চিরকালই প্রশংসনীয়। বাহুবলীতে তিনিই মাহিস্মতী সাম্রাজ্যর শক্তিশালী রানি শিবগামি দেবী।

০৯ ১০

সুদীপ : একজন পার্সি ব্যবসায়ী হিসাবে বাহুবলীতে দেখা গিয়েছে তাঁকে। সুদীপ দক্ষিণী ছবিতে খুবই পরিচিত মুখ।

১০ ১০

নাসের: দক্ষিণী ছবি তো বটেই, বলিউডেও অনেক ফিল্মে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সে সবই ভাল চরিত্রে। নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় এবং মেকওভার সত্যিই নজরকাড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement