Entertainment News

স্নানের ভিডিও শেয়ার করলেন এই মডেল!

এই মুহূর্তে পরিবারের সঙ্গে সেন্ট বার্টসে ছুটি কাটাচ্ছেন হেইডি। সেখান থেকে হলিডে মুডের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১৫:৪৫
Share:

হেইডি ক্লুম। ছবি: হেইডির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বয়স ৪৪। চার সন্তানের মা। হেইডি ক্লুম। জার্মান-আমেরিকান এই সুপারমডেল এখন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন। কেন জানেন?

Advertisement

আরও পড়ুন, নগ্ন হয়ে বডি শেমিংয়ের জবাব দিলেন এষা!

এই মুহূর্তে পরিবারের সঙ্গে সেন্ট বার্টসে ছুটি কাটাচ্ছেন হেইডি। সেখান থেকে হলিডে মুডের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই হোটেলের বাইরে টপলেস হয়ে স্নান করলেন হেইডি। সেই ভিডিও ইনস্টাগ্রামে দেওয়ার পরই তা ভাইরাল।

Advertisement

বিচ হলিডে-তে প্রিন্টেড বিকিনি পরেও ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড ভিটো সিনাবেল ও চার সন্তান। সমুদ্রে চুটিয়ে স্নান করেছেন তাঁরা। জানিয়েছেন, তাঁদের ভাল লাগার কথাও।

আরও পড়ুন, আর একবার বিয়ে করতে চান বিপাশা

সেলেবদের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করা নতুন কিছু নয়। হেইডিও একই পথের পথিক। বিভিন্ন সময় ছবি পোস্ট করেছেন তিনি। তবে এ বারের স্নানের ভিডিওটি যে অনেকটাই ব্যক্তিগত তা স্বীকার করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। !!!!!! 😘

!!!!!! 😘

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement