Entertainment

মোটরবাইকে চড়ে, স্লিপার পায়ে, ভোলেবাবা এতো উদাসীন কেন?

এত দিন জানা ছিল, ভোলেবাবা পার করে দেবেন। কিন্তু এতো দেখা যাচ্ছে ভোলেবাবা নিজেই মোটরবাইক চড়ে পার হতে চাইছেন! পায়ে আবার তাঁর স্লিপার। তবে এই মহাদেবের মুখটা একটু চেনা মনে হচ্ছে না?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১১:২৩
Share:

এত দিন জানা ছিল, ভোলেবাবা পার করে দেবেন। কিন্তু এতো দেখা যাচ্ছে ভোলেবাবা নিজেই মোটরবাইক চড়ে পার হতে চাইছেন! পায়ে আবার তাঁর স্লিপার। তবে এই মহাদেবের মুখটা একটু চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, ইনি অভিনেতা রাজকুমার রাও। রাজকুমারের নতুন ছবির পোস্টার এটি। ছবির নাম ‘বেহেন হোগি তেরি’। রাজকুমারের বিপরীতে শ্রুতি হাসানকে এই ছবিতে দেখা যাবে। আগামী ২৬ মে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

এই রোমান্টিক কমেডি নিয়ে বেশ উৎসাহী রাজকুমার। নিজের লুক নিয়ে আরেকটু খোলসা করে বললেন, “ছবিতে আমার চরিত্রের নাম গাট্টু। শ্রুতির জাগরণ মন্ডলীতে গাট্টু কাজ করে।”

সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে এই পোস্টার। তবে কিছুদিন আগে এই ছবির একটা গান সামনে এসেছিল। যে গানের মাঝে মাঝে র‌্যাপও করছেন রাজকুমার বা ছবির গাট্টু। ‘জয় মা’ গানটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে নেটিজেনদের মধ্যে।

Advertisement

আরও পড়ুন: অক্ষয় কুমারের ছবিকে ডোবাতে ৩০ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছেন শাহরুখ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement