হিনাকে নিয়ে অতিষ্ঠ তাঁর শাশুড়ি। ছবি: সংগৃহীত।
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার মাঝেই দীর্ঘ দিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের কয়েক মাস পেরোতেই সংসারের সমীকরণ বদলে গিয়েছে? হিনার জন্য নাকি হিমশিম খাচ্ছেন তাঁর শাশুড়ি।
সম্প্রতি ছোটপর্দার একটি অনুষ্ঠানে এসে পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা বলেন রকির মা। যা শুনে যেন, মাথায় আকাশ ভেঙে পড়ে হিনার। শাশুড়ির অভিযোগ, পুত্রবধূ নাকি রান্নার কিছুই জানেন না। রান্নাঘরের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর। অথচ খাবারে নুন বা মিষ্টি কমবেশি হলে নাকি মেজাজ বিগড়ে যায় তাঁর।
ছেলেকে পাশে রেখেই পুত্রবধূ সম্পর্কে তিনি বলেন, “ও (হিনা) রান্নাবান্না কিচ্ছু জানে না। খাওয়ার টেবিলে বসে থাকে আর আমার রান্না করা খাবার চেখে দেখে। তার পরে এক এক করে বলতে থাকে, রান্নায় কোন স্বাদের ঘাটতি রয়েছে।” শাশুড়ির এই মন্তব্য শুনে অবাক চোখে দেখতে থাকেন অভিনেত্রী। এই শুনে অনুষ্ঠানে উপস্থিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি খোঁচা দিয়ে বলেন, “নিশ্চয়ই খুব নাটক করেন?” সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে হিনার শাশুড়ি বলেন, “হ্যাঁ, খুব নাটক করে।”
এর মাঝেই অভিনেত্রী অভিকা গৌর বলেন, “আরে আপনি তো শাশুড়ি!” এই শুনে হিনার শাশুড়ি, “হ্যাঁ আমি শাশুড়ি। কিন্তু হিনার সঙ্গে ঝামেলা করে, এমন সাহস কার আছে!” এই সব শুনে লজ্জায় মুখ ঢাকেন হিনা। তবে সবটাই হয় মজার ছলে।
প্রায় ১৩ বছরের সম্পর্ক হিনা ও রকির। কবে বিয়ে করবেন রকিকে, এই প্রশ্নের সম্মুখীন একাধিক বার হতে হয়েছে হিনাকে। ক্যানসারের লড়াই চলাকালীনই গত ৪ জুন বিয়ে করেন হিনা ও রকি।