Priya Marathe

সুশান্ত সিংহ রাজপুতের সহ-অভিনেত্রী ছিলেন! মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়াত, কী হয়েছিল প্রিয়ার?

হিন্দি ও মরাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১১:২০
Share:

সুশান্তের সহ-অভিনেত্রী প্রিয়া মরাঠে প্রয়াত। ছবি: সংগৃহীত।

হিন্দি ছোটপর্দার জগতে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেত্রী প্রিয়া মরাঠে। সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’য় অভিনয় করেছেন তিনি। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৩৮ বছর বয়সি অভিনেত্রী।

Advertisement

দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। গত কয়েক দিনে শারীরিক অবনতি হয়েছিল তাঁর। মুম্বইয়ের মীরা রোডের বাড়িতেই প্রয়াত হন প্রিয়া।

হিন্দি ও মরাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মী’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরন’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

Advertisement

প্রিয়াকে শেষ দেখা গিয়েছিল একটি মরাঠি ধারাবাহিকে। সেই ধারাবাহিকটি ২০২৪ সালের জুন মাসে শেষ হয়। প্রিয়ার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

গত বছর ১১ অগস্ট মাসে তিনি শেষ পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। স্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে যাওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। তার পর থেকে সমাজমাধ্যমে তাঁর আর কোনও পোস্ট বা ছবি নেই। ২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করেছিলেন প্রিয়া।

প্রিয়ার মৃত্যুতে এক শোকস্তব্ধ অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, “প্রিয়া মরাঠের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। বহু দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়েছেন তিনি। তবে খুব তাড়াতাড়ি চলে গেলেন।” আর এক অনুরাগীর কথায়, “ভাবা যাচ্ছে না, এত অল্প বয়সে চলে গেলেন। পছন্দের অভিনেত্রী ছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement