Holi Celebration

ভাঙ খেয়ে বাড়ির চারপাশে আড়াই ঘণ্টা ধরে ঘুরেছিলাম

রং আমার ভালই লাগে। দোলের দিনই তো রঙিন হওয়ার সুযোগ। তবে রং বলতে আবিরের কথা বোঝাতে চাইছি। আবির খেলতে ভাল লাগে। বিশেষ করে লাল আবির…

Advertisement

অঙ্কিতা মজুমদার

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৫:১৫
Share:

অঙ্কিতা মজুমদার।

রং আমার ভালই লাগে। দোলের দিনই তো রঙিন হওয়ার সুযোগ। তবে রং বলতে আবিরের কথা বোঝাতে চাইছি। আবির খেলতে ভাল লাগে। বিশেষ করে লাল আবির…। কিন্তু রঙে ভয় লাগে।

Advertisement

বিয়ের পর এ বছর আমার আর সৌমিত্রর প্রথম দোল। আমার তো শুধু রঙে ভয়। কিন্তু ওর আবার রং বা আবির, সবেতেই ভয়। তবুও দেখি যদি সে দিন বাড়ি থেকে বের করতে পারি ওকে।

সাধারণত বন্ধুদের সঙ্গে দোল সেলিব্রেট করতাম আমি। হোলি পার্টি করেছি বেশির ভাগ। সবাই একসঙ্গে রং খেলতাম। সকালে বন্ধুরা বাড়িতে আসত। একটু বেলায় বেরিয়ে পড়তাম। এ বার বেরলে নিশ্চয়ই সৌমিত্রকেও সঙ্গে নিয়েই যাব।

Advertisement

আরও পড়ুন: কঙ্গনা, দীপিকাদের পাশেও নজর কেড়েছেন বলিউডের এই নয়া সেনসেশন

একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তিন-চার বছর আগে দোলের দিন বেশি ভাঙ খেয়ে ফেলেছিলাম। তখন গল্ফ গ্রিনে থাকতাম। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলাম। তো, বাড়ির চারপাশেই আড়াই ঘণ্টা ধরে ঘুরেছিলাম। হেঁটে। তখন তো বুঝতে পারিনি। বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না। হা হা হা…। পরে বুঝেছিলাম। আসলে ভাঙ বা এ জাতীয় জিনিস থেকে আমি জেনারেলি দূরেই থাকি। সে বার খেয়ে ফেলেছিলাম…।

আরও পড়ুন: হোটেলে বাকি সাড়ে চার লক্ষ টাকা, না দিয়েই পালালেন অভিনেত্রী

আরও পড়ুন: স্কুল ইউনিফর্মে এই বলি সেলেবদের চিনতে পারছেন?​

বিনোদনের জগতের নানা খবর পেতে এবং পুরস্কার জিততে চোখ রাখুন বিনোদন কুইজে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement