Ushashi Chakraborty

খালি গলাতেও এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন ‘জুন আন্টি’!

দোলে কোনওদিনই তেমনভাবে রং খেলেন না তিনি। এ বারে খেলেছেন। তবে অল্প।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ১৬:৩৫
Share:

উষসী চক্রবর্তী। নিজস্ব চিত্র।

কখনও তিনি ‘জুন আন্টি’, কখনও ‘জুজু’। তাঁকে নিয়ে হাজারও মিম। তিনি ঊষসী চক্রবর্তী।

Advertisement

দোলের সকালে টেলিপাড়ার ‘ভ্যাম্প’ ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। ধরা দিলেন নিজস্ব চেনা ছন্দে। খোলা আকাশের নীচে খালি গলায় গেয়ে উঠলেন ‘ওরে গৃহবাসী’...পরেছিলেন লাল রঙা তাঁতের শাড়ি। গালে লাল আবিরের ছোঁয়া। গয়নাগাটি পরেননি বললেই চলে। গাল ভর্তি হাসি মাখা অভিনেত্রী আজকের দিনে ‘জুন’ সত্তা থেকে শত যোজন দূরে। আজ তিনি শুধুই ঊষসী।

দোলে কোনওদিনই তেমনভাবে রং খেলেন না তিনি। এ বারে খেলেছেন। তবে অল্প। পাড়ার বন্ধুদের সঙ্গেই তাঁর এ বারের দোল যাপন। তবে ঊষসীর গলায় এত সুন্দর গান শুনে বিস্মিত ফ্যানেরা। খালি গলাতেও যে এত ভাল গান গাইতে পারেন তিনি, তা জানা ছিল না অনেকেরই।

Advertisement

আরও পড়ুন-বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে মানালির দোল যাপন

শুনুন উষসীর গলায় গান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন