বিপাশার হনিমুনে হট অ্যালার্ট!

ধুমধাম করে বিয়ে তো হল। এ বার বিপাশা-কর্ণের হনিমুনের পালা। কিন্তু তাঁর এ কী পোশাক? রেড হট অ্যালার্ট জারি করতে হবে যে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১২:২৫
Share:

ধুমধাম করে বিয়ে তো হল। এ বার বিপাশা-কর্ণের হনিমুনের পালা।

Advertisement

কিন্তু তাঁর এ কী পোশাক?

রেড হট অ্যালার্ট জারি করতে হবে যে!

Advertisement

আহা! হনিমুনে গিয়ে কে কী পড়বেন তা ঠিক করে দেওয়ার নীতি পুলিশ আমি-আপনি হব কেন?

তবে আগাম জানিয়ে রাখা ভাল এ বিকিনি তিনি হনিমুনে পরেননি।


মুম্বই বিমানবন্দরে বিপাশা-কর্ণ।

কিন্তু ইভেন্ট যখন হনিমুনের মতো একটা মাখোমাখো বিষয়, আর ডেস্টিনেশন মলদ্বীপ— তখন বিকিনি সাজে যে নায়িকা সাজবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

দিন ১৫-র জন্য একান্তে সময় কাটাতে মলদ্বীপ গেলেন দম্পতি। মুম্বই এয়ারপোর্টে দুজনের একসঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিপাশা। হলুদ পোশাক, ডেনিম জ্যাকেটে ঝলমলে বিপাশা। আর, আর্মি শার্টে ক্যাজুয়াল লুকে কর্ণ হাসিমুখে পোজও দিয়েছেন। সব মিলিয়ে এ বার নতুন উত্তেজনার জন্য তৈরি নবদম্পতি।

আরও পড়ুন

দেখুন, বিয়ের পর বিপাশার প্রথম চুমু

দেখুন বিপাশার সিঁদুরদান থেকে শুভদৃষ্টির গোটা অ্যালবাম

বিয়েতে বিপাশার মতো সাজবেন? ফলো করুন এগুলি

দেখুন বিপাশার মেহেন্দির ফোটো অ্যালবাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement