Aamir Khan Gauri Spratt

কিরণের সঙ্গে বিচ্ছেদ, ভালবাসার উপর ভরসা হারান, গৌরী কী ভাবে আমিরের জীবনে বসন্ত ফিরিয়ে দিলেন?

পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর যদিও ভেবেছিলেন জীবনে আর কাউকে ভালবাসবেন না। বিয়ে তো অকল্পনীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৪:৫৬
Share:

কিরণের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা ভুলিয়ে দিলেন গৌরী! ছবি: সংগৃহীত।

বয়স সংখ্যা মাত্র। প্রমাণ করে দিয়েছেন আমির খান। তিনি ৬০ বছর পূর্ণ করেছেন সম্প্রতি। সেই জন্মদিনেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন বলি তারকা। আমিরের প্রেম নিয়ে এই মুহূর্তে বলিপাড়ায় চর্চা তুঙ্গে। যদিও এর আগে দুটি বিচ্ছেদ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর যদিও ভেবেছিলেন জীবনে আর কাউকে ভালবাসবেন না। বিয়ে তো অকল্পনীয়। নিজের জীবনযাত্রা ও স্বাস্থ্যের উপর বাড়তি নজর দেবেন। কিন্তু তখনই দমকা হাওয়া হয়ে গৌরী এলেন আমিরের জীবনে। বসন্তের ছোঁয়া পেলেন অভিনেতা।

Advertisement

আমিরের সঙ্গে গৌরীর প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না তাঁদের। দুই বছর আগে হঠাৎই তাঁদের দেখা হয়। সেখান থেকে শুরু বন্ধুত্বের। তার পর শুরু প্রেম। যদিও গৌরীর এক পুত্র সন্তান রয়েছে। ছেলেকে নিয়ে আমিরের সঙ্গে মুম্বইয়ে একত্রবাস করছেন তিনি। ২০২১-এ দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদ হয় আমিরের। যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। তার পরে আমিরের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে।” অন্য দিকে গৌরী বলেছেন, “আমি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement