ফাদার’স ডে-তে শাহরুখকে কী গিফট দিল আব্রাম?

গতকাল ছিল ফাদার’স ডে। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো মুহূ্র্ত শেয়ার করেছেন সেলেবরা। বাদ যাননি ছোট্ট আব্রামও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ১৯:২৫
Share:

গতকাল ছিল ফাদার’স ডে। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো মুহূ্র্ত শেয়ার করেছেন সেলেবরা। বাদ যাননি ছোট্ট আব্রামও।

Advertisement

না! সোশ্যাল মিডিয়া সে নিজে হ্যান্ডেল করতে পারে না। তবে তার বাবাকে দেওয়া গিফটের ছবি ওয়েব দুনিয়ায় শেয়ার করেছেন গৌরী খান।

ছোট্ট একটি কাগজে আব্রাম লিখেছে, ‘আই লভ পাপা’। সেই ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, ‘আব্রাম একজন শিল্পী…। হ্যাপি ফাদার’স ডে।’

Advertisement


আব্রামের হাতে আঁকা গিফট। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement