Aneet Padda Sang Urdu Poem As Song

‘সইয়ারা’র সাফল্যেই কি এ হেন আচরণ অনীতের! কবিতা গানের আকারে গাইতে অনেকেই চটে উঠলেন কেন?

অনীত সম্ভবত ভাবতেও পারেননি তিল থেকে এ ভাবে তাল হয়ে যাবে। যদিও তাঁর হয়ে মুখ খুলেছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:৩১
Share:

কাকে চটালেন অনীত পড্ডা? ছবি: ফেসবুক।

‘সইয়ারা’ তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সেই সাফল্য কি তাঁর মাথা ঘুরিয়ে দিয়েছে? উর্দু কবিতা বা ‘শায়েরি’ এ বার গান হিসাবে গেয়ে বিপাকে পড়েছেন অনীত পড্ডা। তাঁর এই গানের আকারে গাওয়া শায়েরি নাকি অনেকের ভাবাবেগে আঘাত দিয়েছে। যার জেরে কটাক্ষের বন্যা সমাজমাধ্যমে।

Advertisement

অনেক সময়েই পুরনো ঝলক নতুন করে প্রকাশ্যে আসে। যার জেরে নতুন করে চর্চা বা বিতর্ক দানা বাঁধে। অনীতের ক্ষেত্রেও সেরকমই ঘটেছে।

তাঁর গাওয়া পুরনো একটি ভিডিয়ো নতুন করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ঝলকে ‘সইয়ারা’ নায়িকাকে বিখ্যাত উর্দু কবিতা বা শায়েরি ‘লব পে আতি হ্যায় দুয়া’ গানের মতো করে বলতে শোনা গিয়েছে। তাতেই চটেছেন অনেকে। কারও দাবি, অভিনেত্রী পরোক্ষভাবে ‘উপহাস’ করেছেন। কারও মত, জনপ্রিয়তার শিখরে পৌঁছে কাণ্ডজ্ঞান বুঝি খুইয়েছেন! অনেকে আবার তাঁকে ‘অসভ্য’ বলতেও ছাড়েননি।

Advertisement

এখানেই শেষ নয়। কেউ বার্তায় লিখেছেন, “গানের ভাঁড়ারে কি টান পড়েছে, যে শেষে উর্দু কবিতা গাইতে হচ্ছে!” কারও মতে, উর্দু কবিতা কীভাবে পাঠ করতে হয়, সেটাই সম্ভবত অনীত জানেন না। তাই এ রকম কাণ্ড ঘটালেন।

তাঁর পুরনো ঝলক নিয়ে অবিরাম ‘কাটাছেঁড়া’ চললেও নায়িকা কিন্তু নিশ্চুপ। বদলে প্রতিবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীরা। একজোটে তাঁদের দাবি, “উর্দু কবিতাটি মহম্মদ ইকবালের লেখা। এটি প্রার্থনাসঙ্গীত হিসাবে বিবেচিত। সম্ভবত তাই কবিতাটি সুরে সুরে বলার চেষ্টা করেছেন তাঁদের প্রিয় নায়িকা।” তাঁরা এ-ও অনুরোধ জানিয়েছেন, অনীতের প্রতি যেন রাগ, ক্ষোভ বা ঘৃণা পুষে রাখা না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement