Entertainment News

বিয়ের পর প্রথম দীপাবলি, বাড়িতে রঙ্গোলি তৈরি করলেন শুভশ্রী

শুভশ্রী বাড়িতে রঙ্গোলি তৈরি করেছিলেন। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১১:৫৯
Share:

দম্পতি। ছবি: শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গৃহীত।

আলোর উত্সব দেওয়ালি। গত দু’দিন ধরে গোটা দেশ মেতেছিল উত্সবে। বাদ যাননি সেলেবরাও। বিয়ের পর প্রথম দেওয়ালি সেলিব্রেট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Advertisement

শুভশ্রী বাড়িতে রঙ্গোলি তৈরি করেছিলেন। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নায়িকা বাজি ফাটাতে ভালবাসেন। প্রতি বছরের মতো এ বারও বাজি ফাটিয়েছেন। তবে তা আলোর বাজি। সেই ভিডিয়োও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দীপাবলির আশেপাশেই সাধারণত শুভশ্রীর জন্মদিন পড়ে। এ বার দীপাবলির ঠিক তিন দিন আগে ছিল নায়িকার জন্মদিন। বিয়ের পরে প্রথম জন্মদিন। তাই সেলিব্রেশনে কোনও কসুর ছিল না। শুভশ্রী আর রাজ তাইল্যান্ড গিয়েছিলেন বেড়াতে।

Advertisement

আরও পড়ুন, ঋতাভরীর মুকুটে জোড়া পালক, সুখবরটা কী, জানেন?

যদিও শুভশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো করেন। কিন্তু রাজের বর্ধমানের বাড়িতেও বেশ বড় করে কোজাগরী লক্ষ্মীপুজো হয়। দু’জনে এ বার সেখানে গিয়েছিলেন। সুতরাং দীপাবলি মানে শুভশ্রীর কাছে শুধুই বাজি পোড়ানো আর মজা।

Happy Diwali

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবরআমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement