Entertainment News

অন্য মেয়েদের দিকে তাকালে কাজল কী বলেন? অজয় বললেন…

সদ্য এক সাক্ষাত্কারে অজয় জানিয়েছেন, বাস্তবে কখনও কাজল ছাড়া অন্য কোনও মেয়ের প্রেমে পড়েননি তিনি। কিন্তু অন্য মেয়েদের দিকে তাকিয়েছেন বহুবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৪:৪৯
Share:

অজয় দেবগণ এবং কাজল।

বয়স ৫০ বছর। কিন্তু প্রেমে পড়েছেন প্রায় অর্ধেক বয়সী একটি মেয়ের। এ ঘটনা ঘটেছে অজয় দেবগণের জীবনে। না! ঠিক জীবনে নয়। রিল লাইফে অজয় এই পরিস্থিতিতে পড়েছিলেন তাঁর আসন্ন ছবি ‘দে দে প্যায়ার দে’র শুটিংয়ে। চিত্রনাট্য মেনেই অজয়ের চরিত্র তার থেকে অর্ধেক বয়সী একটি মেয়ের প্রেমে পড়েছে। কিন্তু বাস্তবেও কি এই ঘটনা ঘটে?

Advertisement

সদ্য এক সাক্ষাত্কারে অজয় জানিয়েছেন, বাস্তবে কখনও কাজল ছাড়া অন্য কোনও মেয়ের প্রেমে পড়েননি তিনি। কিন্তু অন্য মেয়েদের দিকে তাকিয়েছেন বহুবার। আর সেই পরিস্থিতিতে যদি কাজল ধরে ফেলেন? কী বলেন তিনি? অজয়ের কথায়, “অন্য মেয়েদের দিকে তাকাচ্ছি দেখলে কাজল এমন একটা কমেন্ট করে, সেটাই জোক হয়ে যায়।’’

২০ বছর ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন অজয়-কাজল। কারও মন খারাপ থাকলে একে অপরের দিকে না তাকিয়েও বুঝে যান। তার পর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেন। অন্যদিকে কাজলের কথায়, ‘‘বিবাহিত সম্পর্কে যত সময় যায়, তত একে অপরকে বেশি বোঝা যায়। ভাল, মন্দ— দু’টো দিকই দেখতে হয় দু’জনকে।’’ সব মিলিয়ে অজয়ের আসন্ন ছবি এক অন্য সম্পর্কের গল্পই বলবে।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ক্যানসারের লড়াই অন্য এক অভিনেত্রীর জন্য সহজ হয়েছে, বললেন সোনালি

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement