Madhumita Sarcar's Fionce's Birthday

আজ কর্তার ইচ্ছায় কর্ম! বিয়ের আগে হবু বর দেবমাল্যর জন্মদিনে কী কী করবেন মধুমিতা?

দেবমাল্যর সঙ্গে নিজের জীবন জুড়ে ভীষণ খুশি মধুমিতা। লিখেছেন, “ওর ছোঁয়ায় আমার জীবন সম্পূর্ণ। নিজেকে পরিপূর্ণ মনে হয় আজকাল।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:১২
Share:

সে দিন দু’জনে দেবমাল্য চক্রবর্তী, মধুমিতা সরকার। ছবি: ইনস্টাগ্রাম।

টলিপাড়ায় গুঞ্জন, ডিসেম্বরে মধুমিতা সরকার-দেবমাল্য চক্রবর্তীর চার হাত নাকি এক হবে। বুধবার দেবমাল্যর জন্মদিন। অর্থাৎ, এ দিন তাঁর অবিবাহিত জীবনে শেষ জন্মদিন। তাই কি এ বছর হুল্লোড় একটু বেশি? রীতি মেনে সমাজমাধ্যমে দু’জনের কিছু ছবি, কিছু ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। বার্তায় লিখেছেন, দেবমাল্যর সঙ্গে নিজের জীবন জুড়ে ভীষণ খুশি মধুমিতা। লিখেছেন, “ওর ছোঁয়ায় আমার জীবন সম্পূর্ণ। নিজেকে পরিপূর্ণ মনে হয় আজকাল।”

Advertisement

বুধবার সকালে যখন মধুমিতাকে ফোনে ধরা হয়েছিল তখনও তাঁর কণ্ঠস্বরে ঘুম জড়িয়ে। অভিনেত্রী আনন্দবাজার ডট কমকে বললেন, “গত রাতে কেক কাটলাম সকলে মিলে। দেবমাল্য মিষ্টি খেতে ভালবাসে। ও তাই তারিয়ে তারিয়ে খেয়েছে।” জন্মদিনের দুপুরের রান্নার দায়িত্ব হবু শাশুড়ি মায়ের। মৃদু হেসে জানালেন তিনি, “ও বিরিয়ানি ভালবাসে। কাকিমা এ দিন নিজে রেঁধে বেড়ে ছেলেকে খাওয়াবেন। সঙ্গে পায়েস থাকবে। আমিও আজ দেবমাল্যর সঙ্গে বিরিয়ানি খাব।”

তবে শুধু দু’জনে কূজন নয়। মধুমিতা জানালেন বন্ধুরা আসবে, হবে হুল্লোড়। তিনি বলেন, “আমরা বেড়াতে ভালবাসি। তাই বিকেল থেকে সন্ধ্যা শহরেরই এ দিক ও দিক একটু বেড়াব। তার পর রাতের আয়োজন।” ‘বার্থ ডে বয়’-এর ইচ্ছায় হবে নাকি এ দিনের সাজগোজ। মৃদু হাসি চেপে গিন্নি গিন্নি ভাব নিয়ে মধুমিতা বললেন, “আজ কর্তার ইচ্ছায় কর্ম। ও যেমন সাজবে আমিও আজ তেমনই সাজব।” রাতের খাওয়া দাওয়াও তাই দেবমাল্যর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement