মহালয়ায় এ বার ছোট পর্দায় কৌশানী মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
এ বারের পুজো আবীর চট্টোপাধ্যায়ের। ২০২৫-এর শারদীয়ায় তাঁর দুটো ছবি মুক্তি পাবে। নন্দিতা রায়-শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’। টলিউডে চাউর, এ বারের পুজো নাকি একই ভাবে কৌশানী মুখোপাধ্যায় ওরফে ‘ঝিমলি’রও। উইন্ডোজ় প্রযোজনা সংস্থার পুজোর ছবিতে যেমন তাঁকে দেখা যাবে, তেমনই নাকি দেখা যেতে পারে ছোট পর্দাতেও! গুঞ্জন, মহালয়ার ভোরে প্রতি বছরের মতো এ বছরেও স্টার জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ দেখানো হবে। সব ঠিক থাকলে প্রভাতী অনুষ্ঠানে ‘সিংহবাহিনী’রূপে অভিনেত্রীকে দেখা যেতে পারে।
সত্যিই কি এ রকম কিছু ঘটতে চলেছে? আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল কৌশানীর সঙ্গে। শিবপ্রসাদের নায়িকা জি বাংলার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে ব্যস্ত। ফলে, তিনি কথা বলতে পারেননি। একই ভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গেও। সেখান থেকেও সাড়া মেলেনি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চ্যানেল কর্তৃপক্ষ এবং কৌশানীর মধ্যে প্রাথমিক কথা হয়েছে। এখনও পাকাপাকি কোনও কথা হয়নি উভয়ের মধ্যে। তা ছাড়া, কৌশানী জি বাংলার সঙ্গে প্রতিযোগিতামূলক নাচের অনুষ্ঠানের বিচারক। সে সব সামলে কতটা সময় দিতে পারবেন সেটাও ভাবনার বিষয়। প্রসঙ্গত, এর আগে স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’তে দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক।