Sudipta Banerjee Bangla Bigg Boss Contestant

শীঘ্রই শুরু হবে ‘বাংলা বিগবস্‌’-এর শুটিং, প্রতিযোগী হিসাবে থাকছেন সুদীপ্তা, আর কে থাকবেন?

‘বাংলা বিগ বস’-এর সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর ছড়াতেই টেলিপাড়ায় জল্পনা তুঙ্গে। এ বার ফাঁস প্রতিযোগীদের নাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:৫০
Share:

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ‘বাংলা বিগ বস’-এর প্রতিযোগী? ছবি: ফেসবুক।

ছোট পর্দায় সলমন খান বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়! বিষয়টি কি এ রকম হতে চলেছে?

Advertisement

টেলিপাড়ার খবর অনুযায়ী, হিন্দি ও ‘বাংলা বিগ বস’ এক সময়ে শুরু না হলেও বিষয়টি নিয়ে টলিউডে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ২০১৩-য় প্রায় বলিউডের অনুসরণে বাংলায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি শুরু হয়েছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। দু’টি সিজ়ন হওয়ার পরে বন্ধ হয়ে যায় সেটি। এ বছর সেই বিশেষ অনুষ্ঠানই ফিরছে স্টার জলসায়। সঞ্চালনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

থাকতে পারেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা, সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

এখানেই শেষ নয়। টেলিপাড়ায় কান পাতলেই এ বার শোনা যাচ্ছে প্রতিযোগীদের নাম। এ-ও জানা গিয়েছে, প্রাথমিক ভাবে নাকি উঠে এসেছে তৃণা সাহা, নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম। এঁদের নাকি প্রতিযোগী হিসাবে ‘বিগ বস’-এর ঘরে পা রাখতে দেখা যাবে। গুঞ্জনের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগযোগ করেছিল সুদীপ্তার সঙ্গে। তাঁর কথায়, “বিষয়টি আমার কানেও এসেছে। কিন্তু সত্যি, এ রকম কিছু ঘটছে কি না কিছুই জানি না। আমায় এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”

Advertisement

স্টার জলসায় নতুন রূপে ফেরার খবর ছড়ানোর প্রথম দিন থেকে ‘বাংলা বিগ বস’ চর্চায়। অনুরাগী-দর্শকেরা জি বাংলার প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘দাদাগিরি’তে এত দিন সৌরভকে নিয়মিত দেখেছেন। এ বার তিনি চ্যানেল বদলে স্টার জলসায়! শোরগোল ফেলে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এর পরেই প্রকাশ্যে তাঁর পারিশ্রমিক। ‘দাদা’ স্টার জলসায় ‘বিগ বস’-এর সঙ্গে নতুন ভাবে উপস্থাপিত ‘দাদাগিরি’তেও সঞ্চালনা করবেন। সব মিলিয়ে তাঁর আয় কয়েক কোটি! যা সলমনের থেকে খুব কম নয়। প্রসঙ্গত, এ বছর সলমন ‘বিগ বস ১৯’ থেকে প্রতি দিন ৫ কোটি টাকা আয় করছেন! এক সপ্তাহে তাঁর আয় ২৫ কোটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement