Durgapuja 2025

পুজোর উদ্বোধন করাতে চান বিক্রম, মধুমিতাদের দিয়ে! জেনে নিন, কার কত আনুমানিক পারিশ্রমিক

পুজো মানেই নিত্যনতুন ভাবনার প্যান্ডেল। নানা রূপে মায়ের দর্শন। প্রতি বছরই উদ্যোক্তারা নিজেদের পুজো উদ্বোধন করাতে চান টেলিতারকাদের দিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬
Share:

কার কত সম্ভাব্য পারিশ্রমিক? ছবি: সংগৃহীত।

গড়িয়াহাট, ধর্মতলায় ভিড় শুরু। দুর্গাপুজো আসছে। কলকাতার অলিগলিতে গাড়ি নিয়ে ঢোকা এখন বড়ই বিপদের। পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে যে। পুজোর আগে টলিতারকারা ব্যস্ত বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারে। আর ক্লাবকর্তারা ব্যস্ত নিজেদের প্যান্ডেলে খ্যাতনামী তারকাকে অতিথি হিসাবে নিয়ে আসার প্রতিযোগিতায়। পুজো উদ্বোধনে যেতে কত পারিশ্রমিক নেন শিল্পীরা? পুজোর আগেই শুরু হয় প্রশ্ন। রইল তারকাদের সম্ভাব্য পারিশ্রমিকের তালিকা।

Advertisement

কোন পুজো উদ্বোধনের জন্য কত বড় তারকা আসছেন, সেই অলিখিত প্রতিযোগিতা প্রতি বছরই চলতে থাকে। নামী মুখ মানেই আরও বেশি ভিড়। যাঁর প্যান্ডেলে যত বিখ্যাত মুখ, তাঁদের সম্মান ততটাই বেশি। যাঁর জনপ্রিয়তা যত বেশি, তাঁর পারিশ্রমিকের অঙ্কও ততটাই বড়। পুজো উদ্বোধনের জন্য কেউ চান লক্ষ, কেউ আবার হাজারেই খুশি।

প্রতি বছরই কোন তারকার পারিশ্রমিক কত, তা জানতে বেশ পরিশ্রমই করতে হয় ক্লাবকর্তাদের, বিশেষত যাঁদের পুজো নতুন। গত কয়েক বছরে ধারা বদলেছে। আগে ছোটপর্দার অভিনেতাদের পারিশ্রমিক নির্ধারিত হত জনপ্রিয়তার নিরিখে। এখন ছোটপর্দা, বড়পর্দা, ওটিটি—মিলেমিশে একাকার। সমাজমাধ্যমের পাতায় অনুরাগীর সংখ্যা ঠিক করে দেয় তারকাদের পারিশ্রমিকের অঙ্ক। শোনা যাচ্ছে, পুজো উদ্বোধনের প্রতিযোগিতায় লক্ষ টাকার গন্ডি পেরিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। বাকিরা নাকি এখনও হাজারের গন্ডিতে আটকে। শোনা যাচ্ছে,এই প্রতিযোগিতায় তালিকার প্রথমের দিকে রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের নাম। বাকি কোন তারকা নেন কত পারিশ্রমিক? রইল তার আনুমানিক তালিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement