Smriti Irani

মিহিরের চেয়ে ৮ গুণ বেশি পারিশ্রমিক তুলসীর! ‘কিউঁকি সাস ভি’-তে স্মৃতি ও অন্যদের পারিশ্রমিক কত?

ফের বিনোদন জগতের চর্চায় উঠে এসেছেন তিনি। প্রশংসিত হচ্ছেন ছোট পর্দার ‘তুলসী’। এ বার প্রকাশ্যে এল, ঠিক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্মৃতি ইরানি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৯:৪৮
Share:

অমরের চেয়ে ৮ গুণ বেশি পারিশ্রমিক স্মৃতির। ছবি: সংগৃহীত।

একটা সময়ে ছোট পর্দা জুড়ে তাঁর বড় আধিপত্য ছিল। নির্দিষ্ট সময়ে ধারাবাহিকপ্রেমীদের ঘরে জায়গা করে নিত ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’র তুলসী। এই চরিত্রে অভিনয় করতেন স্মৃতি ইরানি। ফের সেই ধারাবাহিক নিয়েই অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ্। ফের বিনোদন জগতের চর্চায় উঠে এসেছেন তিনি। প্রশংসিত হচ্ছেন ছোট পর্দার ‘তুলসী’। এ বার প্রকাশ্যে এল, ঠিক কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্মৃতি ইরানি। তিনি নাকি বাকি অভিনেতাদের চেয়ে কয়েক গুণ বেশি পারিশ্রমিক পাচ্ছেন এপিসোড প্রতি।

Advertisement

‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের জন্য ছোট পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্মৃতি ইরানি। সেই ধারাবাহিকেই এখন তিনি প্রতি এপিসোড ১০ থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। তিনি নাকি তাঁর বিপরীতে অমর উপাধ্যায়ের চেয়ে ৮ গুণ বেশি পারিশ্রমিক পাচ্ছেন। অমর অভিনয় করছেন তুলসীর স্বামী অর্থাৎ মিহিরের চরিত্রে। অমর প্রতি এপিসোডে পাচ্ছেন দেড় লক্ষ টাকা পারিশ্রমিক।

অন্য দিকে, হিতেন তেজওয়ানিও পাচ্ছেন এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি এপিসোডে। তুলসী ও মিহিরের পুত্র কর্ণের চরিত্রে অভিনয় করছেন তিনি। কর্ণ ও নন্দিনীর জুটি আগেও সফল ছিল। নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন গৌরী প্রধান। তিনি প্রতি এপিসোডের জন্য পাচ্ছেন ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা।

Advertisement

খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন কমলিকা গুহঠাকুরতা। তাঁর চরিত্রের নাম গায়ত্রী। তিনি পাচ্ছেন ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক।

গত কয়েক বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন স্মৃতি। কিন্তু ২০২৪ সালে অমেঠি লোকসভা কেন্দ্রে তিনি হেরেছেন কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে। তার পর থেকে রাজনীতির ময়দানে খানিকটা গরহাজির তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement