Ankita Lokhande on Swami Premanand

১০০ জন নারীর মধ্যে মাত্র দু’জন ‘পবিত্র’! স্বামী প্রেমানন্দের ‘নারীবিদ্বেষী’ মন্তব্যে কেন সমর্থন অঙ্কিতার?

গত কয়েক দিন ধরে স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য নেটপাড়ায় ঘুরছে। নিজের এক ধর্মীয় সভায় প্রেমানন্দ দাবি করেন, ১০০ জন মহিলার মধ্যে মাত্র দুই থেকে চারজন পবিত্র হয় আজকের যুগে। এই বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৪:৫০
Share:

স্বামী প্রেমানন্দের সমর্থনে অঙ্কিতা লোখান্ডে। ছবি: সংগৃহীত।

মহিলাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে স্বামী প্রেমানন্দ মহারাজ। কিন্তু তাঁরই পাশে দাঁড়ালেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে! গত কয়েক দিন ধরে স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য নেটপাড়ায় ঘুরছে। নিজের আয়োজন করা এক ধর্মীয় সভায় প্রেমানন্দ দাবি করেছেন, ১০০ জন মহিলার মধ্যে মাত্র দুই থেকে চারজন পবিত্র হয় আজকের যুগে। স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। স্বামী প্রেমানন্দকে নারীবিদ্বেষী বলেও কটাক্ষ করা হচ্ছে। কিন্তু এই অবস্থায় কেন তাঁকে সমর্থন করছেন অঙ্কিতা?

Advertisement

এই বিষয়ে বিগবস্‌ খ্যাত নেটপ্রভাবী রাজীব অদাইতা একটি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তাঁর দাবি, স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু পুরো ভিডিয়োটি দেখলে বোঝা যাবে, তিনি শুধু মহিলাদের উদ্দেশে এ কথা বলেননি। নারী ও পুরুষ উভয়কে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।

স্বামী প্রেমানন্দের গোটা ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে রাজীব লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন! ভাল করে শুনুন। ছেলে ও মেয়ে উভয়কে নিয়েই বলেছেন। ইনি যা বলছেন, তা সম্পূর্ণ সঠিক। প্রেমানন্দ মহারাজকে পূর্ণ সমর্থন জানালাম।”

Advertisement

প্রেমানন্দ মহিলাদের পোশাক নিয়েও মম্তব্য করেছেন। এমনকি, মহিলারা পর পর প্রেমিক বদলান বলেও দাবি করেন তিনি। তবে রাজীবের বক্তব্য, তাঁর (প্রেমানন্দের) প্রতিটি কথা ঠিক। আর রাজীবের এই পোস্ট সমর্থন করেন অঙ্কিতা। সেই পোস্ট তিনি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন। রাজীব লিখেছেন, “ইনি ভুল কোনটা বলেছেন, আমাকে বলুন! উভয় লিঙ্গের বিষয়েই তিনি কথাগুলি বলেছেন। মানুষ সত্যি বললেই তা তেতো লাগতে শুরু করে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement