সেলিনা ও পিটারের বিচ্ছেদ নিয়ে আদালতের কী নির্দেশ? ছবি: সংগৃহীত।
স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন সেলিনা জেটলি। অভিনেত্রীর দাবি, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে নানা ভাবে অত্যাচারিত হয়েছেন তিনি। সম্প্রতি আন্ধেরির আদালতে হাজির ছিলেন সেলিনা ও তাঁর অস্ট্রিয়ান স্বামী পিটার হাগ। আগামী ২৭ জানুয়ারির মধ্যে দু’পক্ষকেই নিজেদের আয় সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। স্বামী পিটারের থেকে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের সঙ্গে খোরপোশ দাবি করেছেন সেলিনা।
২০১০ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাঁদের তিন সন্তান। গত নভেম্বর মাসে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। সেলিনার অভিযোগ, দিনের পর দিন ধরে স্বামীর কাছে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন তিনি। অভিযোগের পক্ষে নাকি তিনি উপযুক্ত প্রমাণও দিয়েছেন। আদালতের পক্ষ থেকে এই অভিযোগের সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিটারকে।
জানা যাচ্ছে, ১৫ বছর ধরে শারীরিক ভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ এনে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি প্রতি মাসে ১০ লক্ষ টাকার খোরপোশ চেয়েছেন তিনি।
শুধুই মারধরের অভিযোগ নয়। এমনকি, তাঁর থেকে সন্তানদের কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ আনেন সেলিনা। অভিনেত্রী বলেন, ‘‘মানুষ হিসাবে বড্ড খারাপ স্বার্থান্বেষী, নিজেরটা ছাড়া কিছু বোঝে না। কথায় কথায় মাথা গরম ও মদে আসক্ত।’’
এখানেই শেষ নয়, সেলিনাকে নাকি তাঁর স্বামী বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা করতেন বলেও অভিযোগ। অভিনেত্রীর কথায়, ‘‘আমাকে বলত, আমাকে নাকি ওর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়াও গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।’’