Entertainment News

প্রিয়ঙ্কাকে কনের বেশে দেখে কে কেঁদে ফেলেছিলেন?

কোনও শর্টকাট নয়। সমস্ত নিয়ম মেনেই বিয়ে করেছেন প্রিয়ঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭
Share:

কনের সাজে প্রিয়ঙ্কা চোপড়া।

সদ্য বিয়ে করেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। যোধপুরের উমেদ ভবনে গাঁটছড়া বেঁধেছেন এই জুটি। খ্রিষ্টান এবং হিন্দু মতে বিয়ে করেছেন তাঁরা দিল্লি হয়েছে রিসেপশন। কিন্তু প্রিয়ঙ্কাকে কনের বেশে দেখে নাকি কেঁদে ফেলেছিলেন একজন। তিনি কে জানেন?

Advertisement

তিনি মধু চোপড়া। প্রিয়ঙ্কার মা। আর মেয়েকে দেখে কেঁদে ফেলার কথা সাংবাদিকদের জানিয়েছেন মধু স্বয়ং।

মধুর কথায়, ‘‘প্রিয়ঙ্কাকে যখন কনের সাজে দেখলাম, আমি কেঁদে ফেলেছিলাম। আসলে এই দিনটার জন্য জীবনভর অপেক্ষা করেছি। আমার সন্তানকে রানির মতো দেখাচ্ছিল। আমাদের সকলের জন্যই খুব ইমোশনাল মুহূর্ত ছিল সেটা।’’

Advertisement

আরও পড়ুন, সলমনকে চুমু খেতে চাই, কেন এ কথা বললেন শাহরুখ?

মধু আরও জানান, কোনও শর্টকাট নয়। সমস্ত নিয়ম মেনেই বিয়ে করেছেন প্রিয়ঙ্কা। মধুর বরাবরের ইচ্ছে ছিল ভারতীয় নিয়ম মেনে বিয়ে দেবেন মেয়ের। মায়ের ইচ্ছের কথা জানতেন প্রিয়ঙ্কাও। তা পূরণও করেছেন তিনি। আগামী ২০ ডিসেম্বর মুম্বইয়ে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য পার্টি দেবেন প্রিয়ঙ্কা-নিক।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement