ইমরানের নতুন ইনিংস

তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৩-তে করিনা কপূরের বিপরীতে ‘গোরি তেরে পেয়ার মেঁ’-তে। তার পর বড় পর্দা থেকে বছর দেড়েক উধাও হয়ে যান ইমরান খান। ২০১৫-এ ফের তিনি স্ক্রিনে ফিরে আসছেন নিখিল আডবানির ‘কাট্টি বাট্টি’-তে। এ বার নায়িকা কঙ্গনা রানাউত। এই দেড় বছরের অনুপস্থিতি নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই বলেই জানিয়েছেন ৩২ বছরের নায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:০০
Share:

তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১৩-তে করিনা কপূরের বিপরীতে ‘গোরি তেরে পেয়ার মেঁ’-তে। তার পর বড় পর্দা থেকে বছর দেড়েক উধাও হয়ে যান ইমরান খান। ২০১৫-এ ফের তিনি স্ক্রিনে ফিরে আসছেন নিখিল আডবানির ‘কাট্টি বাট্টি’-তে। এ বার নায়িকা কঙ্গনা রানাউত। এই দেড় বছরের অনুপস্থিতি নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই বলেই জানিয়েছেন ৩২ বছরের নায়ক।

Advertisement

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বললেন, এই দেড় বছর তিনি পরিবারকে সময় দিয়েছেন। তিনি বাবা হয়েছেন। এই সময়টা তাঁর নিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ছবি ‘মটরু কি বিজলি কা মন্ডোলা’, ‘গোরি তেরে পেয়ার মে’, ‘ওয়ানস আপঅন আ টাইম ইন মুম্বই ২’ তেমন বাণিজ্যিক সাফল্য পায়নি। ‘কাট্টি বাট্টি’-র ট্রেলার রিলিজ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ছবি থেকে তিনি কিছুই আশা করেন না। যদিও এই ছবিতে অভিনয় করে তিনি তৃপ্ত, আনন্দিত। এটা তাঁর মনের ছবি। নায়িকা কঙ্গনাকে নিয়েও উচ্ছ্বসিত ইমরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement