Ram Mandir Donation

অক্ষয় কুমার থেকে অনুপম খের, হেমা মালিনী রামমন্দির নির্মাণে কোন তারকা দিলেন কত টাকা?

রামমন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি। অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে পবন, হেমা মালিনীরা এগিয়ে এসেছেন। কোন তারকা দিয়েছে কত টাকা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৯:২৭
Share:

(বাঁ দিক থেকে) অক্ষয় কুমার, অনুপম খের, হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

রাত পোহালেই ‘মহোৎসব’ অযোধ্যায়। দর্শনার্থীরা পৌঁছে যাচ্ছেন সেখানে। দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা শুরু হয়ে গিয়েছে। দেশের নানা প্রান্ত থেকে অন্তত ৮০০০ মানুষ উদ্বোধনের সময়ে অযোধ্যায় উপস্থিত থাকবেন। প্রহর গুণছেন রামানুরাগীরা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রামমন্দিরের। তাঁর হাত দিয়ে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। তবে বেশ কয়েক বছর সময় লেগেছে এই মন্দির নির্মাণে। খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। তবে রামমন্দির তৈরিতে সাহায্য করেছেন বলিউড তারকারা। অক্ষয় কুমার, অনুপম খের, গুরমিত চৌধরি থেকে পবন, হেমা মালিনীরা এগিয়ে এসেছেন। রামমন্দিরে নির্মাণে কোন তারকা দিলেন কত টাকা?

Advertisement

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অক্ষয় কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক তাঁর। বছর দুয়েক আগে রামমন্দিরের জন্য আর্থিক অনুদান চেয়েছিলেন অনুরাগীদের কাছে। নিজেও মোটা টাকা অনুদান দিয়েছেন অক্ষয়, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনতে নারাজ তিনি।রামমন্দিরের পক্ষে সওয়াল তুলেছেন বার বার। তিনি অনুপম খের। মন্দির নির্মাণে ‘রাম’ লেখা ইট দিয়েছেন অনুপম। নিজে কাশ্মীরি পণ্ডিত তিনি। পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।

মথুরার সাংসদ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। শোনা যায়, তিনি মন্দির নির্মাণে বিপুল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন। তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আসুক, চান না অভিনেত্রী।

Advertisement

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মুকেশ খন্না। ‘শক্তিমান’ সিরিয়ালের মাধ্যমেই যাঁর পরিচিতি, তিনি মন্দির নির্মানে ১ লাখ টাকা দিয়েছেন অযোধ্যায় বিধায়ককে।

রামের চরিত্রে অভিনয় করে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন অভিনেতা গুরমীত চৌধরি। মন্দির নির্মাণে তিনিও মোটা টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

শুধু বলিউডের তারকারা নন, এগিয়ে এসেছেন দক্ষিণী তারকারাও। অভিনেতা পবন কল্যাণ প্রায় ৩০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণে। এঁরা ছাড়াও আরও অনেক অভিনেতাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তবে আসল অঙ্ক খোলসা করতে চাইছেন না কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন