Death

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ ভাদুড়ি

চলে গেলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ ভাদুড়ি। ফিমার বোন ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই খ্যাতনামা সঙ্গীত শিল্পী। ভেন্টিলেশনে ছিলেন শেষ দু’দিন। সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫৩
Share:

অরুণ ভাদুড়ি।

চলে গেলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ ভাদুড়ি। ফিমার বোন ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই খ্যাতনামা সঙ্গীত শিল্পী। ভেন্টিলেশনে ছিলেন শেষ দু’দিন। সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে।

Advertisement

অরুণের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত দুনিয়ায়। গায়িকা লোপামুদ্রা মিত্র ওঁকে মাস্টারমশাই বলে ডাকতেন। তিনি বললেন, ‘‘মনটা খুব খারাপ। আজ মনে পড়ছে কতবার বাবার সঙ্গে ঝগড়া করে মাস্টারমশাইয়ের কাছে চলে গিয়েছি। উনি আমায় শান্ত করেছেন। গান শিখিয়েছেন। পরিবর্তে একটা টাকাও নেননি। আমি যে মঞ্চে অন্য ধারার গান গাইতাম, তাতে মাস্টারমশাইয়ের উৎসাহ ছিল বিরাট। কখনও বলেননি যে তোমার গান শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ। বরঞ্চ আমার ভিন্ন প্রয়াসকে সাধুবাদ জানাতেন। স্মৃতিরা ভিড় করে আসছে আজ। বড্ড ভাল মানুষ ছিলেন। গানের জগতে কোনও নেগটিভ পাবলিসিটিকে কখনও তিনি গুরুত্ব দেননি।’’

শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আজ যে অরুণের গানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন গুণমুগ্ধরা… ‘যেয়ো না চলে ওগে মরমিয়া, ব্যথার প্রদীপ হৃদয়ে জ্বেলে।’

আরও পড়ুন: ঈশার বিয়েতে ঐশ্বর্যারা কেন খাবার পরিবেশন করেছিলেন? খোলসা করলেন অভিষেক

আরও পড়ুন: ‘আজ একটু বেশিই ভেঙে পড়েছি’, বিচ্ছেদের পর লিখলেন নেহা কক্কর

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবরআমাদের বিনোদন বিভাগে। )

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement