Advertisement
E-Paper

‘আজ একটু বেশিই ভেঙে পড়েছি’, বিচ্ছেদের পর লিখলেন নেহা কক্কর

গানের ভুবন ভরিয়ে দেওয়ার পাশাপাশি আজকাল নেহা কক্করকে টেলিভিশনে প্রায়শই দেখা যায়। কখনও কোনও প্রতিযোগীর গান মন ছুঁয়ে গেলে রিয়্যালিটি শো’য়ের বিচারক নেহা কক্করের চোখে জলও চলে আসে।  সেই নেহা কক্করেরই ব্রেক আপ হয়েছে প্রেমিক হিমাংশ কোহালির সঙ্গে। আর তা নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টও লিখেছেন গায়িকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১১:৫৮
রিয়্যালিটি শো’তে ভেঙে পড়েন নেহা কক্কর। ছবি: ইনস্টাগ্রাম।

রিয়্যালিটি শো’তে ভেঙে পড়েন নেহা কক্কর। ছবি: ইনস্টাগ্রাম।

এই শো’তেই ভালবাসার মানুষটার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। সেই শো’তেই ভেঙে পড়লেন গায়িকা নেহা কক্কর। কারণ, সেই ভালবাসার মানুষটার সঙ্গে বিচ্ছেদ।

গানের ভুবন ভরিয়ে দেওয়ার পাশাপাশি আজকাল নেহা কক্করকে টেলিভিশনে প্রায়শই দেখা যায়। কখনও কোনও প্রতিযোগীর গান মন ছুঁয়ে গেলে রিয়্যালিটি শো’য়ের বিচারক নেহা কক্করের চোখে জলও চলে আসে। সেই নেহা কক্করেরই ব্রেক আপ হয়েছে প্রেমিক হিমাংশ কোহালির সঙ্গে। আর তা নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টও লিখেছেন গায়িকা।

হিমাংশের সঙ্গে ব্রেক আপের পরেই নেহা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আমি জানি, আমি একজন তারকা। কিন্তু আমিও তো একটা মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আর তাই আবেগটাকে ধরে রাখতে পারছি না। সেলিব্রিটিদের দুটো মুখ থাকে। একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। ব্যক্তিগত জীবন যতটাই ঘেঁটে যাক না কেন, কাজের জায়গায় মুখে সবসময়ই হাসিই দেখতে পাবেন।’’

ইনস্টাগ্রামে নিজের লেখা এই ছবিগুলিই পোস্ট করেছেন নেহা কক্কর। ছবি: ইনস্টাগ্রাম।

না এখানেই থেমে থাকেননি ‘আঁখ মারে’র গায়িকা। লিখছেন, ‘‘সবাই এখন এই নিয়ে কথা বলবেন। জানি না কে কী বলবেন? যেগুলো আমি কখনও করিনি সে সব নিয়ে এখন মানুষ চর্চা করবেন। কিন্তু তাতে আমার কিস্যু যায় আসে না। সব কিছু শোনার আর সব কিছু সহ্য করার আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে।’’

নেহার আরও বক্তব্য, ‘‘কত খারাপ মানুষেরা আছেন এই দুনিয়ায়। জীবনের সব কিছু দিয়ে দিলাম। আর বদলে কি পেলাম? যা পেলাম তা শেয়ারও করতে চাই না।’’

Kuch feelings ko bataane ki zarurat nahi padti, woh bas aankhon mein dikh jaati hai.. What I said is nothing compared to what I feel! ❤️Thank you #IndianIdol for a chance to tell this to the world!! 🤗 @nehakakkar . Watch Indian Idol This Sunday 8 pm. Only on @sonytvofficial . Song: #OhHumsafar by @tonykakkar . #NehaKakkar #TonyKakkar #HimanshKohli #IndianIdol10

A post shared by Himansh Kohli (@kohlihimansh) on

বলিসূত্রের খবর, ওই রিয়্যালিটি শো’য়ে একটি ইমোশন্যাল গান গাইছিলেন এক প্রতিযোগী। আর সেই গান শুনেই ভেঙে পড়েন নেহা কক্কর। এই শো’তে এসেই নেহার হাত ধরে দু’জনের সম্পর্কের কথা খোলসা করেছিলেন অভিনেতা হিমাংশ কোহালি। হিমাংশকেই বিয়ে করবেন, এমনকি এ কথাও ওই রিয়্যালিটি শো’য়েই বলেছিলেন নেহা।

আরও পড়ুন: ‘মি টু’, শেয়ার করলেন ঐন্দ্রিলা

নেহা ঘনিষ্ঠমহলের দাবি, ‘‘ব্যক্তিগত জীবনে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেহা। ১৩ ডিসেম্বর রিয়্যালিটি শো’য়ের শুটিংয়ের সময় ভেঙে পড়েন নেহা। এক প্রতিযোগী একটি ইমোশনাল গান গাইতেই চোখের জল আর আটকে রাখতে পারেননি গায়িকা। যখন থেকে শুটিংয়ে নেহা এসেছে, তখন থেকেই ওঁকে একটু অন্যরকম দেখাচ্ছিল। আর পাঁচটা দিন যতটা উত্তেজিত ওঁকে দেখায়, এ দিন তা মনে হচ্ছিল না।’’

আরও পড়ুন: ঈশার বিয়েতে অমিতাভ-ঐশ্বর্যারা কেন খাবার পরিবেশন করেছিলেন? খোলসা করলেন

নেহার ব্যক্তিগত জীবন একটু ঘেঁটে রয়েছে ঠিকই। তবে বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন গায়িকা। কিছু দিন আগেই তাঁর গলায় ‘দিলবর’ গানটি বেশ হিট হয়। আর এখন ‘সিম্বা’ ছবির ‘আঁখ মারে’ গানটিও সুপারহিট।

Playback Singer Neha Kakkar Himansh Kohli Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy