Ratan Thiyam

প্রয়াত রতন থিয়ম! শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় নাট্য জগতে

ভারতীয় নাট্য দুনিয়ায় একাধিক তাৎপর্যপূর্ণ নাটক লিখেছেন তিনি। মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছিলেন নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ম

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:০৫
Share:

প্রয়াত জনপ্রিয় নাট্যকার রতন থিয়ম। ছবি: সংগৃহীত।

প্রয়াত নাট্যকার রতন থিয়ম। ‘থিয়েটার অফ রুটস’ বিপ্লবের অন্যতম বাহক রতনের মৃত্যু হয়েছে বুধবার ভোরে। বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisement

মণিপুরী নাট্য জগতে এক গুরুত্বপূর্ণ নাম রতন থিয়ম। প্রাদেশিক গণ্ডি ছাপিয়ে তিনি ভারতীয় নাটকে রেখেছেন তাৎপর্যপূর্ণ ছাপ। একের পর এক নাটক লিখেছেন, মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছেন। প্রাচীন নাটককে আধুনিকতার মোড়কে তুলে ধরতেন রতন। ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো নাট্য নির্মাণ করেছেন মঞ্চে। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

সঙ্গীত নাটক অ্যাকাডেমি-তে সহ-সভাপতি পদে ছিলেন তিনি। তার পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন তিনি। নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অভিনয় জগতে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বিরেন সিংহ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

Advertisement

বীরেন সিংহ সমাজমাধ্যমে লিখেছেন, “শ্রী রতম থিয়ামের মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করছি। ভারতীয় নাট্যজগতের অন্যতম নক্ষত্র ছিলেন তিনি এবং মণিপুরের অমূল্য সম্পদ। শিল্পের প্রতি তাঁর ভালবাসা, নিষ্ঠা এবং মণিপুরি শিল্পের প্রতি তাঁর টান শুধুই বিশ্বের নাটককে সমৃদ্ধ করেনি। আমাদের পরিচিতিকেও সমৃদ্ধ করেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement