Rapper Badshah Injured

চোখ ফুলে ঢোল, গুরুতর আহত র‌্যাপার বাদশা! কী করে এমন অবস্থা গায়কের?

গুরুতর চোট পেয়েছেন চোখে। সমাজমাধ্যমে পোস্ট করে কী জানালেন জনপ্রিয় র‌্যাপার বাদশা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩
Share:

কী হয়েছে বাদশার? ছবি: সংগৃহীত।

চোখে গুরুতর চোট পেয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক বাদশা। সমাজমাধ্যমে শেয়ার করলেন কিছু ছবি, যা দেখে শিউরে উঠছেন অনুরাগীরা। একটা চোখ ফুলে ঢোল তাঁর। কী হয়েছে র‌্যাপারের? মন্তব্যবাক্সেই উদ্বেগপ্রকাশ করেছেন তাঁর অজস্র অনুগামী।

Advertisement

বুধবার সমাজমাধ্যমে দুটি নিজস্বী পোস্ট করেছেন বাদশা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি চোখ ফুলে ঢোল। বেশ জোরে কেউ মারলে যেমন ফুলে যায়, তেমনই অবস্থা। এমন হাল যে চোখ প্রায় বুজে আসছে। পরের ছবিতে দেখা যাচ্ছে, ওই চোখেই ‘ব্যান্ডেজ’ লাগিয়েছেন। কী ভাবে এমন অবস্থা হল গায়কের?

ভয়ের কিছু নেই। এই ছবির লেখাতেই স্পষ্ট, ছবিটি এখনকার নয়। ছবি পোস্ট করে তিনি লেখেন, “যে ভাবে অবতারজির ‘মুক্কা’ লাগে।” সম্প্রতি, মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাডস্‌ অফ বলিউড’। সেখানে প্রচুর তারকাকে দেখা গিয়েছে। সলমন খান, আমির খানের পাশাপাশি পরিচালক রাজামৌলিকেও দেখা গিয়েছে এই সিরিজ়ে। সেখানেই দেখা গিয়েছে বাদশাকেও। সিরিজ়ে মনোজ পাহওয়ার সঙ্গে লড়াই করতে দেখা যায়। মনোজের চরিত্রের নাম অবতার। সেই দৃশ্যেরই ছবি বাদশা পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

যদিও বাদশার পোস্ট দেখে আতঙ্কে অনুরাগীরা। অনেকেই প্রশ্নে ভরিয়েছেন। কী হয়েছে তাঁর, কী ভাবে এত আঘাত পেলেন? কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শিল্পী নিজেই। তাতে বলাই যায়, এই ছবি নতুন নয়, চিন্তারও নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement