Entertainment news

কেউ ৫ লক্ষ তো কেউ ১৮ কোটি! স্রেফ ইনস্টাগ্রাম পোস্ট থেকে এই ভারতীয় সেলেবরা কত আয় করেন জানেন?

হলিউডের কাজ থেকে বিয়ের প্রথম ছবি, ইনস্টাগ্রাম সাক্ষী অভিনেত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১০:০০
Share:
০১ ১০

দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট সকলকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষের কিছু বেশি। হলিউডের কাজ থেকে বিয়ের প্রথম ছবি, ইনস্টাগ্রাম সাক্ষী অভিনেত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের।

০২ ১০

সম্প্রতি এ বছরের ধনীর তালিকা প্রকাশ করেছে ইনস্টাগ্রাম ফোটো-ভিডিয়ো অ্যাপ। সেই তালিকায় বিশ্বের তাবড় সেলেবদের মধ্যে প্রিয়ঙ্কাও জায়গা করে নিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট পিছু প্রিয়ঙ্কার আয় কত জানেন?

Advertisement
০৩ ১০

ইনস্টাগ্রামে আয় অনুযায়ী ধনীর তালিকায় ১৯ নম্বরে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে পোস্ট পিছু ২৭ লক্ষ ১০ হাজার ডলার রোজগার করেন অভিনেত্রী। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ১৮ কোটি টাকারও বেশি।

০৪ ১০

ওই তালিকায় স্থান না পেলেও আর কোন কোন ভারতীয় সেলেব ইনস্টাগ্রামে পোস্ট করে বিপুল আয় করেন দেখে নিন।

০৫ ১০

প্রিয়ঙ্কা চোপড়ার পর যে বলিউড সেলেব ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন তিনি বলেন শাহিদ কপূর। সম্প্রতি তাঁর ফিল্ম ‘কবীর’ মুক্তি পেয়েছে। বক্স অফিসে ভাল চলেছে ছবিটি। ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করে তিনি ১০ থেকে ১২ লক্ষ টাকা আয় করেন।

০৬ ১০

হঠাৎ করেই যেন সেলিব্রিটি হয়ে উঠেছিলেন দক্ষিণী এই স্টার, প্রিয়া প্রকাশ বারিয়ার। তাঁর চোখের একটি ইশারা মুহূর্তে ভাইরাল হয়ে যেত সোশ্যাল মিডিয়ায়। শহিদ কপূরের পর তিনিই ভারতীয়দের মধ্যে তৃতীয় ইনস্টাগ্রাম ধনী সেলিব্রিটি। একটি ছবি পোস্ট করে প্রিয়া আয় করেন ৮ লক্ষ টাকা।

০৭ ১০

এর পর রয়েছেন সোনাক্ষী সিন্‌হা। বলিউডে বর্তমানে খুব একটা নজরকাড়া অফার তিনি পাচ্ছেন না। তা বলে কি তাঁর আয় বন্ধ রয়েছে? ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করে আয় করেন ৪ থেকে ৫ লক্ষ টাকা।

০৮ ১০

পর্দায় আর বিশেষ দেখা না গেলেও ইনস্টাগ্রামে কিন্তু খুবই সক্রিয় নেহা ধুপিয়া। হবেন নাই বা কেন? ইনস্টাগ্রামে প্রতি পোস্ট করে তিনি আয় করেন ১ থেকে ৫ লক্ষ টাকা।

০৯ ১০

ফোটো-ভিডিয়ো অ্যাপের ধনীর তালিকায় প্রিয়ঙ্কার পাশাপাশি স্থান পেয়েছেন বিরাট কোহালি। তিনি রয়েছেন খেলোয়াড়দের মধ্যে নবম স্থানে। তাঁর এক একটি পোস্টের দাম প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। ক্রিকেটারদের মধ্যে তিনিই এক নম্বরে।

১০ ১০

ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহালির পর রয়েছেন যুবরাজ সিংহ। বিরাট কোহালির থেকে তাঁর ইনস্টা-আয়ের পার্থক্য অনেকটা হলেও, বিরাটের পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজই রয়েছেন, যিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ভাল আয় করেন। প্রতি পোস্টে তাঁর আয় ১ থেকে ৫ লক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement