Anya Singh

শাহরুখের আপ্তসহায়কের কন্যা আরিয়ানের সিরিজ়ে? অন্যা সিংহ কি পূজা দদলানীর কন্যা!

সমাজমাধ্যমে অনেকেই দাবি করেছেন, বাস্তবে অন্যা নাকি পূজার কন্যা। ‘ব্যাড্‌স অফ বলিউড’-এর প্রথম প্রদর্শন অনুষ্ঠানের মঞ্চে অন্যার সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছিল শাহরুখকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আরিয়ান খানের ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। শাহরুখপুত্রের প্রথম কাজ নিয়েই চর্চা হচ্ছে বিস্তর। সমাজমাধ্যমে ভাইরাল বেশ কিছু সংলাপও। সিরিজ়ে একজন তারকা আসমান সিংহের চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য। সেই চরিত্রের আপ্তসহায়কের চরিত্রে দেখা গিয়েছে অন্যা সিংহকে। এই অন্যা কি শাহরুখের আপ্তসহায়ক পূজা দদলানীর কন্যা? অনেকেরই এটা নিয়ে আগ্রহ।

Advertisement

সমাজমাধ্যমে অনেকেই দাবি করেছেন, বাস্তবে অন্যা নাকি পূজার কন্যা। ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর প্রথম প্রদর্শন অনুষ্ঠানের মঞ্চে অন্যার সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছিল শাহরুখকে। সেখান থেকেই নাকি জল্পনা শুরু, অন্যা আসলে পূজার কন্যা। এই প্রসঙ্গে অন্যা বলেছেন, “এটা সত্যি আমাকে খুব অবাক করেছে। আসলে শাহরুখ স্যর পূজার সঙ্গে আমার তুলনা করেছিলেন। সেখান থেকেই এই জল্পনা শুরু।”

সংবাদমাধ্যমে মজা করে অন্যা জানান, এই গুঞ্জন পুরোপুরি অস্বীকারও করছেন না তিনি। ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ নানা রকমের চমক রয়েছে। এই চমকটাই বা মন্দ কী? পাল্টা প্রশ্ন করেছেন অন্যা। তবে স্পষ্ট করে বলেননি তিনি, সত্যিই পূজার কেউ হন কি না।

Advertisement

অন্যাকে শাহরুখ সেই দিন প্রশ্ন করেছিলেন, “দেশের সবচেয়ে বড় তারকার আপ্তসহায়ক হিসেবে তুমি কী বলবে? আমাকেই বা কী পরামর্শ দেবে?” এর উত্তরে অন্যা বলেন, “অন্য কারও কথা শুনবেন না। মানবেন না। আপ্তসহায়ক ছাড়া আর কারও কথায় নাচবেন না। আমি যেটা বলব, সেটাই করবেন। তা ছাড়া, আর কিচ্ছু নয়।”

রসিকতা করতে পারদর্শী শাহরুখ। অন্যার মন্তব্য শুনেই তিনি বলেন, “এটা একটু একতরফা হয়ে গেল না! ঠিক আমার পূজা যেমন করে থাকে।” শাহরুখের এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে। করতালিতে ভরে ওঠে প্রেক্ষাগৃহ।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে শাহরুখের আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন পূজা দদলানী। শাহরুখের যে কোনও কাজে তাঁর বড় ভূমিকা থাকে। পাশাপাশি, শাহরুখ ও গৌরীর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভাবেও সুসম্পর্ক রয়েছে বলে শোনা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement