Aamir Khan

চুরি করেছেন আমির! এই বয়সে এমন অভিযোগে অভিনেতার পাশে দাঁড়ালেন কারা?

দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আমিরের পরবর্তী ছবি ‘সিতারে জ়মিন পর’-এর প্রথম ঝলক। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১২:৫০
Share:

দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আমির খানের পরবর্তী ছবি ‘সিতারে জ়মিন পর’-এর প্রথম ঝলক। ছবি: সংগৃহীত।

তিনি সকলের থেকে আলাদা। মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়েও তিন দশক বলিউড শাসন করেছেন। দুই স্ত্রী, তিন সন্তান থাকতেও ৬০ বছরের জন্মদিনে ঘোষণা করেছেন নতুন প্রেমের কথা। প্রেমিকার সঙ্গে এই বয়সে একত্রবাস করছেন, জানিয়েছেন অকপটে। কিন্তু এই বয়সে এসে যে ‘চুরির দায়ে’ পড়তে হবে, তা কি ভেবেছিলেন আমির খান! তেমনই ঘটেছে সমাজমাধ্যমে।

Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আমিরের পরবর্তী ছবি ‘সিতারে জ়মিন পর’-এর প্রথম ঝলক। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা। বোঝা যায়, এ এক শিক্ষকের কাহিনি। বাস্কেটবল দলের প্রশিক্ষক নানা কারণে জড়িয়ে যান আইনি ঝামেলায়। তার পর তাঁর উপর দায়িত্ব পড়ে এক দল বৌদ্ধিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরকে প্রশিক্ষণ দেওয়ার।

ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ‘চ্যাম্পিয়নস’। সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল উডি হ্যারেলসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে গিয়েছে সমাজমাধ্যম। নিন্দকেরা বলতে শুরু করেছেন, হলিউডি ছবি থেকে দৃশ্যের পর দৃশ্য নকল করে ফেলেছেন আমির। এক নেটাগরিক গোটা বলিউডের সমালোচনা করে বলেছেন, “বলিউড কী? এ হল এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা ছুটি কাটাতে গিয়েছে। এ হল এক ‘রিমিক্স’ কারখানা, হলিউড বা টলিউড (দক্ষিণী) থেকে চিত্রনাট্য নিয়ে ৬ টি অযথা গান যোগ করে দেওয়া হয়, তার পর বলা হয় এক চলচ্চিত্র ব্রহ্মাণ্ড।”

Advertisement

যদিও এমন সমালোচনার মুখে আমির পাশে পেয়েছেন অনুরাগীদের। তাঁরা পাল্টা জবাবে বলেছেন, হলিউডে ‘চ্যাম্পিয়ন’-ও আসলে একটি নকল ছবি— ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়নস’-এরই ইংরিজি সংস্করণ। আমিরের পক্ষে এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, “কী ভাবে কাজ হয় যাঁরা বোঝেন না তাঁদের উদ্দেশে বলি, আমির খানের প্রযোজনা সংস্থা ২০১৮ সালে নির্মিত স্প্যানিশ ছবি ‘কাম্পেয়োনেস’-এ হিন্দি সংস্করণ তৈরির সমস্ত আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জ়মিন পর’ তৈরি করেছে।” যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান, দর্শিল সাফারি অভিনীত ছবি ‘তারে জ়মিন পর’। পরিচালক আরএস প্রসন্ন। এ ছবি ভাবগত ভাবে তারই সিক্যুয়েল। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজ়া। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিতারে জ়মিন পর’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement