Subhrajit Is Doing Marriage?

বাড়ি বদলাচ্ছেন, নিজে দাঁড়িয়ে সাজাচ্ছেন নতুন ঘরদোর! নতুন বছরে বিয়ে করছেন শুভ্রজিৎ মিত্র?

‘দেবী চৌধুরাণী’র পরিচালককে এ বিষয়ে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। তিনি সাড়াশব্দ করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৭:৪৫
Share:

নতুন বছরে নতুন পরিকল্পনায় শুভ্রজিৎ মিত্র? ছবি: ফেসবুক।

নতুন বছরে না কি নতুন জীবনে পা রাখছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র? টলিউড আপাতত এই গুঞ্জনেই মাত! এমন চর্চা ছড়ানোর নেপথ্যে কারণও রয়েছে। ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক নাকি ফ্ল্যাট বদলাচ্ছেন! একই বহুতল আবাসনে আরও বড় ফ্ল্যাটে উঠে যাচ্ছেন তিনি।

Advertisement

আরও আছে। পরিচালক নিজে দাঁড়িয়ে থেকে নাকি পুরো বাড়ি সাজাচ্ছেন! এক রাজপরিবারের কন্যাকে নাকি তাঁর সঙ্গে দেখাও গিয়েছে। না, তিনি বাড়িতে আসেননি। পরিচালকের ছবির বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন। তাঁর সঙ্গে আলাপ গড়ানোর পরেই নাকি পরিচালকের বাড়ি বদলানোর মতি!

সেই কন্যেও কি অভিনয় দুনিয়ার কেউ? শোনা যাচ্ছে, তিনি আইনজীবী। তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হয় রাজনীতিবিদ নয় আইনজীবী। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। যথারীতি শুভ্রজিৎ ফোনে অধরা।

Advertisement

শুভ্রজিতের বিয়ের চর্চা ছড়াতেই নড়ে বসেছে টলিউড। ‘রাজা’র ‘রানি’ কে হতে চলেছেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement