Entertainment News

য়ুলিয়াকে ভ্যালেন্টাইনস্ ডে-র জন্য কী গিফট দিলেন সলমন?

‘লভ ইজ ইন দ্য এয়ার’— হবে নাই বা কেন বলুন? আফটার অল রাত পোহালেই ভ্যালেন্টাইনস্ ডে। সেলিব্রেশনের মেজাজ সব জায়গায়। পিছিয়ে নেই সেলেবরাও। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন সকলেই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:১৯
Share:

‘লভ ইজ ইন দ্য এয়ার’— হবে নাই বা কেন বলুন? আফটার অল রাত পোহালেই ভ্যালেন্টাইনস্ ডে। সেলিব্রেশনের মেজাজ সব জায়গায়। পিছিয়ে নেই সেলেবরাও। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন সকলেই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুর। ইনিই নাকি সলমন খানের প্রেমিকা, অন্তত এমনটাই জল্পনা বহু দিন ধরে চলছে ইন্ডাস্ট্রিতে। দু’জনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে।

Advertisement

আরও পড়ুন, ভ্যালেন্টাইনস্ ডে-র আগে রুক্মিণীকে কী উপহার দিলেন দেব?

ভ্যালেন্টাইনস্ ডে-র আগে লুলিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখার বিষয় য়ুলিয়ার লকেট। যেখানে লেখা, ‘লভ, কেয়ার, শেয়ার, জয়, হেল্প, হোপ।’ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি দিন পরার মতো সবচেয়ে সুন্দর জিনিস এটা।’

Advertisement

এটা দেখার পর বলি মহলের জল্পনা হয়তো এটাই সলমনের তরফ থেকে য়ুলিয়ার জন্য ভ্যালেন্টাইনস্ ডের উপহার। যদিও এ নিয়ে কেউই মুখ খোলেননি। কিন্তু য়ুলিয়ার হাসিই যেন অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement