Tanima Sen

চরম আর্থিক টানাটানি, পুজোয় একটা সুতোও কেনেননি তনিমা সেন! কী হয়েছে? সটান জবাব প্রবীণ অভিনেত্রীর

অভিনেত্রী তনিমা সেনকে বহু বছর ধরে পর্দায় দেখছেন দর্শক। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, খুবই আর্থিক সঙ্কটে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮
Share:

আর্থিক অনটনে রয়েছেন তনিমা সেন? ছবি: সংগৃহীত।

টাকা নেই। তাই এই দুর্গাপুজোয় একটা সুতোও কেনেননি অভিনেত্রী তনিমা সেন। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে প্রবীণ অভিনেত্রীর এই ভিডিয়ো। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি খুব আর্থিক সমস্যায় রয়েছেন তিনি? সত্যি জানালেন তনিমা।

Advertisement

এই মুহূর্তে খলনায়িকার চরিত্রে দর্শক তাঁকে দেখছেন। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে ‘কুচুটে’ পিসিমার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সত্যিই তিনি পুজোয় কোনও পোশাক কেনেননি ? কোনও আনন্দ নেই তাঁর? এ প্রসঙ্গে তনিমা প্রকাশ করলেন নিজের বিরক্তি।

তনিমা বলেন, “সবটাই কথার কথা। যেমন অনেকেই বলে থাকে, ‘ধুর টাকা নেই আর কী কিনব’! মজার ছলে বলেছিলাম, সেটাই অন্য ভাবে নেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের পর থেকে নতুন পোশাক কেনা বন্ধ করে দিয়েছি। তবে দুর্গাপুজোর সময় বাকি নিয়ম কিন্তু মানি।”

Advertisement

এই সময় ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষকে তনিমা নতুন জিনিস উপহার দেন। এই বছরও তার অন্যথা হয়নি। তনিমা যোগ করেন, “প্রতি বছর ইন্ডাস্ট্রির টেকনিশায়ন ভাই-বোনেদের কিছু না কিছু দিই। এই বছর আমি ৬৫টা বিছানার চাদর দিয়েছি। আপাতত একটি ধারাবাহিক চলছে আমার।” সেই সঙ্গে নিজের বইও লিখছেন তনিমা। তাঁর আশা, এই বছরের বইমেলায় প্রকাশিত হবে তাঁর লেখা বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement