Entertainment News

তৈমুরকে সময় দেন না! ট্রোলিংয়ের জবাবে কী বললেন করিনা?

সোশ্যাল দর্শকদের একটা বড় অংশ মনে করেন, করিনা নাকি তৈমুরকে সময় দেন না। ন্যানির কাছেই সে বড় হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৩:২৯
Share:

করিনা এবং তৈমুর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন তৈমুর আলি খান। পাপারাত্‌জিদের দৌলতে প্রায় প্রতিদিনই শেয়ার হচ্ছে তৈমুরের বিভিন্ন মুডের ছবি। এতদিন বিষয়টি সে ভাবে পাত্তা না দিলেও এ বার রিঅ্যাক্ট করলেন স্বয়ং করিনা কপূর খান

Advertisement

ওয়েব অডিয়েন্সের একটা অংশের মতে, তৈমুর নিজেই নাকি ছবি তুলতে পছন্দ করে! এই মনোভাবেরই তীব্র বিরোধিতা করেছেন করিনা। হিন্দুস্তান টাইমসকে সম্প্রতি নায়িকা বলেন, ‘‘আমার মনে হয়, যখন কোনও ফোটোগ্রাফার ওর নাম ধরে ডাকছেন ও সেটা বুঝতে পেরে তাঁর দিকে তাকায়। ক্যামেরার দিকে তাকায় না। ও খুবই ছোট। ক্যামেরা বোঝার বয়স এখনও হয়নি।’’

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ন্যানির কোলে চড়ে গাড়িতে উঠতে তৈমুর। তার নাম ধরে ডাকতেই সে ঘুরে তাকায়। তাতে স্পষ্ট বিরক্তি ধরা পড়ে ন্যানির মুখেও।

Advertisement

আরও পড়ুন, দ্বিতীয় বিয়েতে নারাজ করিশ্মা, দাবি রণধীরের

তৈমুরকে বরাবরই মা হিসেবে সুস্থ জীবন দিতে চেয়েছেন করিনা। কিন্তু ওয়েব দুনিয়ায় ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি দেখে করিনার বক্তব্য, ‘‘সত্যি কথা বলতে, এতদিন এ সব নিয়ে ভাবিনি। কিন্তু ওর মাত্র ১৭ মাস বয়স। ওকে ওর মতো করে বড় তো হতে দিন। আমি ওকে কোনও কিছুই বারণ করব না। কিন্তু এর জীবনটা ওর মতো করে কাটাতে দিন।’’

আবার সোশ্যাল দর্শকদের একটা বড় অংশ মনে করেন করিনা নাকি তৈমুরকে সময় দেন না। ন্যানির কাছেই সে বড় হচ্ছে। এ নিয়ে রীতিমতো ট্রোলড হতে হয়েছএ নায়িকাকে। তবে এ হেন অভিযোগ উড়িয়ে দিয়ে করিনা বলেন ‘‘আমি আমার ছেলেকে কতটা সময় কী ভাবে দেব তা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখাব না। আর এটা নিয়ে কাউকে জবাব দেওয়ারও কোনও প্রয়োজন নেই।’’ ℹ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement