Deepika-Ranveer

স্ত্রী নাগালের বাইরে, ভেঙে পড়েছেন রণবীর! কী লিখলেন দীপিকার উদ্দেশে?

দীপিকা যদি ক্রমাগত এ ভাবে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তা হলে যে নাগালের বাইরে চলে যাবেন! সে কথাই কি লিখে জানালেন রণবীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১২:২৭
Share:

রণবীর সিংহ সামলাতে পারছেন না দীপিকা পাড়ুকোনকে? ছবি: ইনস্টাগ্রাম।

যতই স্ত্রীকে ভালবাসুন, তা বলে তিনি হাতের বাইরে চলে যাবেন? কোন স্বামীর এ সব সহ্য হয়! জল মাথার উপরে উঠে গেলে হয় তিনি তাকে নীচে নামানোর চেষ্টা করেন! নয়তো আত্মসমর্পণ করেন! সমাজের অন্তত এমনই ধারণা।

Advertisement

দ্বিতীয় স্বামীর তালিকায় থাকবেন রণবীর সিংহ। সমাজমাধ্যম সাক্ষী, তিনি স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছেই নাকি প্রকাশ্যে তাঁর দুরবস্থার কথা জানিয়েছেন। কারণ, স্ত্রী যে তাঁর নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছেন।

মাস ছয়েক আগে মা হয়েছেন দীপিকা। তার আগে থেকেই তিনি পেশাজীবন থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। কন্যা দুয়া আগের তুলনায় শক্তপোক্ত। সম্ভবত এ বার একটু একটু করে পেশাগত দুনিয়ায় ফিরবেন অভিনেত্রী, তেমনই আভাস মিলেছে। ইতিমধ্যেই, তিনি আন্তর্জাতিক স্তরের একটি ফ্যাশন শো-তে যোগ দিয়েছেন। সেই উপলক্ষে দীপিকা প্যারিসে। সেই ছবি ভাইরাল। এ সব দেখেই নাকি মন্তব্য করেছেন রণবীর।

Advertisement

দীপিকার এই ছবিই ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।

সাদা রিবড কোট ড্রেসের সঙ্গে কালো স্টকিংস, বড় টুপি, চামড়ার দস্তানা আর মানানসই হিল। এই পোশাকেই মাতিয়ে দিয়েছেন দীপিকা। নায়িকার নেপথ্যে আইফেল টাওয়ার। এই পটভূমিকা বাড়তি মাত্রা যোগ করেছে ছবিতে। দীপিকা আবারও বাড়তি ওজন ঝরিয়ে ছিপছিপে। রূপের জৌলুসে কোনও ঘাটতি নেই নতুন মায়ের। যথারীতি ছবি সমাজমাধ্যমে আসতেই তা ভাইরাল। অভিনেত্রীর অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। বাদ যাননি রণবীরও। তিনি বরাবর প্রকাশ্যে স্ত্রীর প্রশংসা করেন। এ দিন তিনি দীপিকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রসিকতা করে লেখেন, “দেবী, আমার প্রতি প্রসন্ন হও!”

ব্যস, নিন্দকেরা তক্কে তক্কে ছিলেন। অভিনেতা স্বামীর এই মন্তব্য দেখেই তাদের দাবি, কখনও অভিনয়ের দাপটে কখনও রূপের ছটায় স্বামীকে এমন নাকানিচোবানি খাওয়াচ্ছেন অভিনেত্রী স্ত্রী, যে এ বার প্রকাশ্যেই নিজের অসহায়তার কথা নাকি জানাতে বাধ্য হলেন রণবীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement