Entertainment News

দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন রণবীর?

সম্প্রতি রণবীর সিংহকে প্রকাশ্যেই এই প্রশ্ন করা হয়েছিল। এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন নায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৫:০৪
Share:

রণবীর সিংহ, ইনসেটে দীপিকা।

গত নভেম্বরে বিয়ে করেছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। অফস্ক্রিনে তাঁদের কেমিস্ট্রির খবর তো সকলেই জানেন। অনস্ক্রিনেও তাঁরা জনপ্রিয়। কিন্তু রণবীর সিংহের আগে রণবীর কপূরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকা। অন্তত এমনটাই গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে। যদিও সে সম্পর্ক পরিণতি পায়নি। আপাতত তিনি রণবীর সিংহের স্ত্রী। কিন্তু দীপিকার স্বামী কি তাঁকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? অন্তত স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের?

Advertisement

সম্প্রতি রণবীর সিংহকে প্রকাশ্যেই এই প্রশ্ন করা হয়েছিল। এড়িয়ে না গিয়ে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন নায়ক। রণবীর বলেছেন, “আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যে ভাবে ভালবাসি তেমনটা আর কেউ পারবে না।’’

বিয়ের পর সংসারে অনেক বেশি মন দিয়েছেন দীপিকা। বেছে কাজ করছেন। মেঘনা গুলজারের ‘ছপক’-এ তাঁকে দেখা যাবে। ভবিষ্যতে রণবীর কপূরের সঙ্গেও স্ক্রিন শেয়ারের সম্ভাবনা রয়েছে তাঁর। তখন কি রণবীর সিংহ সত্যিই সিকিওর থাকবেন? গোটা ব্যাপারটা প্রফেশনালি দেখবেন তো নায়ক?

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, অস্কার জিতল মেনস্ট্রুয়েশন নিয়ে তৈরি ভারতীয় তথ্যচিত্র

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement