Entertainment News

এই অভিনেত্রীই কি এক সময় বলিউড শাসন করেছেন?

বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা স্পষ্ট। তবে মেকআপে, লাল নেল পলিশে, কালার করা চুলে যত্নের ছাপ রয়েছে। এই মহিলার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওয়েব দুনিয়ার একটা বড় অংশ বলছে, এই ছবি নাকি এক বলিউডি নায়িকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৩:৩১
Share:

চিনতে পারছেন, ইনি কে?

বয়স যে শরীরে থাবা বসিয়েছে তা স্পষ্ট। তবে মেকআপে, লাল নেল পলিশে, কালার করা চুলে যত্নের ছাপ রয়েছে। এই মহিলার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওয়েব দুনিয়ার একটা বড় অংশ বলছে, এই ছবি নাকি এক বলিউডি নায়িকার। সাতের দশকে যিনি অভিনয় দক্ষতা দিয়ে শাসন করেছেন ইন্ডাস্ট্রি। মনে করা হচ্ছে, এটা অভিনেত্রী মুমতাজের এখনকার ছবি। কোথাও বেড়াতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তারপর সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল ওয়ার্ল্ডে।

Advertisement

আরও পড়ুন, শরীরে ১০০ প্লাস্টিক সার্জারি, ধকল সইতে না পেরে মডেলের মৃত্যু

যদিও মুমতাজ বা তাঁর পরিবারের তরফে এ ছবি যে তাঁরই তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি। এখন আর সর্বসমক্ষে একেবারেই দেখা যায় না মুমতাজকে। ২০১০-এ ‘ওয়ান এ মিনিট’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

সাতের দশকে এই লুকেই মুমতাজকে দেখতে অভ্যস্ত ছিলেন সিনে দর্শক। সত্যিই কি এতটা পরিবর্তন সম্ভব? ভাইরাল হওয়া সাম্প্রতিক ছবিটির সঙ্গে এই ছবির মিল কতটা?

২০১০-এ ‘ওয়ান এ মিনিট’ ছবির পোস্টারের সঙ্গেও অনেকে এখনকার ছবিটির মিল খোঁজার চেষ্টা করছেন। এই লুকটা দেখে একটা বড় অংশের মনে হচ্ছে ভাইরাল হওয়া ছবিটি সম্ভবত মুমতাজেরই।

এর বছর দু’য়েক পরে রাজেশ খন্নার মৃত্যুর পর প্রকাশ্যে এই লুকেই দেখা গিয়েছিল মুমতাজকে। এই ছবিটির সঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটির অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। পরিবারের তরফে এখনও এই ছবির বিষয়ে কেউ কিছু না জানানোয় ভাইরাল হওয়া ছবিটি সত্যিই তাঁর কিনা, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement