Mithai

Mithai: করোনা-বিধি লঙ্ঘন করেই শ্যুট চলছে ‘মিঠাই’-এর? কী বললেন কলাকুশলীরা?

ফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়া সত্ত্বেও লুকিয়ে কাজ চলছে টেলি-পাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২১ ২০:৩০
Share:

‘মিঠাই’ পরিবার

লকডাউনের জেরে ঝাঁপ বন্ধ হয়েছে টালিগঞ্জে। স্টুডিয়ো পাড়া বন্ধ। শ্যুটিং বন্ধ হয়েছে ধারাবাহিকগুলির। কিন্তু ফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি জারি হওয়া সত্ত্বেও লুকিয়ে কাজ চলছে টেলি-পাড়ায়। খবর পাওয়া গিয়েছে, ‘মিঠাই’ ধারাবাহিকের ঝাঁপ এখনও বন্ধ হয়নি। পুরো দমে শ্যুটিং চলছে।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে টানা ‘বাংলা সেরা’-র তকমা পেয়েছে মোদক পরিবার। জনপ্রিয় এই ধারাবাহিকে নায়ক-নায়িকার বিয়ে, পরিবারের খুঁটিনাটি মনে ধরেছে বাংলার দর্শকের। সেই ভালবাসা অক্ষুণ্ণ রাখতেই কি করোনা-বিধির ধার ধারেনি ধারাবাহিক নির্মাতারা? টেলি-পাড়ার কানাঘুষো খবর, ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের বাড়ির কাছাকাছি কোথাও শ্যুট হয়েছে। পর্যাপ্ত পরিমাণ কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিয়ে শ্যুট করেছেন তাঁরা। কোনও স্টুডিয়োয় নয়, খোলা হাওয়ায় কাজ চলেছে। শোনা যাচ্ছে, রবিবারই শ্যুট করা সেই পর্ব হাজির করা হবে দর্শকের সামনে। কিন্তু ফেডারেশনের কাছে সেই বিষয়ে কোনও খবর নেই।

ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডু আনন্দবাজার ডিজিটালকে বললেন, ‘‘আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে নিলে ভাল হয়।’’ তবে অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস (সন্দীপ) ও দিয়া মুখোপাধ্যায় (শ্রীতমা) জানালেন, তাঁরা বাড়ি থেকে ফোনে শ্যুট করে পাঠাচ্ছেন। বাইরে শ্যুট হয়েছে বলে এমন কোনও খবর তাঁদের কাছে নেই। শ্রীনিপা ঐন্দ্রিলা সাহার কথা থেকেও তাই জানা গেল। ১৫ মে শেষ শ্যুট করেছিলেন তাঁরা। এর পরে তিনি মধ্যমগ্রামে তাঁর বাড়ি চলে গিয়েছেন।

Advertisement

যেখানে বিভিন্ন ধারাবাহিকের কাজ বন্ধ রাখা হয়েছে কেবল সংক্রমণের ভয়ে, সেখানে টেলি-পাড়ার খবর, ‘মিঠাই’-এর কলাকুশলীরা শ্যুট করছেন নিজেদের মতো করে। যদিও অভিনেত্রী ও অভিনেতারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। চুপিসাড়ে শ্যুটিং চলছে কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি নির্মাতাদের তরফেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন