Solanki Roy

চার বছর পর ছোট পর্দায় শোলাঙ্কি রায়! কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

২০২১ সালে শেষ বার ছোট পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রী শোলাঙ্কি রায়কে। তার পর মাঝে অনেক দিন কেটে গিয়েছে। ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাঁকে। আবারও কি ফিরছেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৬:০৮
Share:

ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি রায়? ছবি: সংগৃহীত।

কখনও তিনি মেঘলা। কখনও তিনি খড়ি। তাঁকে যে যে ভাবে পর্দায় দেখেছেন দর্শক, প্রতি বারই তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন। তবে গত চার বছরে অভিনেত্রীকে ওয়েব সিরিজ় এবং বড় পর্দাতেই দেখেছে। আর কি তবে ধারাবাহিকে দেখা যাবে না শোলাঙ্কি রায়কে? সকলের মনে এই প্রশ্ন মাঝে মাঝেই ঘুরপাক খায়। সান বাংলার ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে দেখা যাবে নায়িকাকে।

Advertisement

বিশেষ অতিথির চরিত্রে শোলাঙ্কি।

তা হলে কি এই কাহিনির মাধ্যমে আবারও তিনি ফিরছেন? আকাশ এবং মাটির সঙ্গে হাসিমুখে দেখা গেল অভিনেত্রীকে। লাহিড়ি বাড়িতে নতুন মানুষের আগমন! ইলিশ উৎসবে মেতেছে গোটা পরিবার। সেখানেই বিশেষ অতিথি হিসাবে শোলাঙ্কিকে। ইতিমধ্যে শুটিংও সেরে ফেলেছেন।

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “বেশি হিসেব-নিকেশ না কষাই ভাল। এক দিনের একটা শুটিং ছিল। সম্ভবত ৩১ জুলাই সম্প্রচারিত হবে এই পর্ব। এখনই ছোট পর্দায় অভিনয় করার কোনও পরিকল্পনা নেই আমার। আগে হাতের কাজগুলো শেষ করি।” এই মুহূর্তে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘Take Care ভালোবাসা’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement