Saiyaara

‘সহ-শিল্পীদেরই চেনেন না!’, নতুন সমালোচনায় বিদ্ধ ‘সইয়ারা’র দুই নবাগত নায়ক-নায়িকা

‘সইয়ারা’ ছবি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শক। অনেক দিন পরে নাকি বড়পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গিয়েছে। এই ছবির নায়ক অহান পাণ্ডে ও নায়িকা অনীত পড্ডাকে নিয়ে বিস্তর চর্চা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:২৭
Share:

সফল ছবি। তার পরেও বিতর্কে অহন, অনীত! ছবি: সংগৃহীত।

গত দু’সপ্তাহে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুটি নাম, অনীত পড্ডা এবং অহন পাণ্ডে। দুই নবাগত নায়ক, নায়িকার সমীকরণে বিভোর দর্শক। ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সইয়ারা’। সপ্তাহ পার হওয়ার আগে ১৫০ কোটির অঙ্ক ছুঁয়েছে এই ছবি। আপাত ভাবে প্রচারহীন এক ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে। তেমনই নতুন ছবিতে নায়ক, নায়িকাকে ব্যক্তিগত ভাবে চিনতেও উদগ্রীব দর্শক।

Advertisement

এক দিকে মোহিত সুরি পরিচালিত এই ছবির গল্প যেমন নজর কেড়েছে, তেমনই ছবির গান নিয়েও আলোচনা তুঙ্গে। এই ছবির ‘টাইটেল ট্র্যাক’ তৈরি করেছেন তনিষ্ক বাগচী। সেই গান নিয়েও চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অহন এবং অনীত প্রসঙ্গে কী বললেন তনিষ্ক?

এই ছবির গান গেয়েছেন ফহীম আবদুল্লাহ এবং অরসলান নিজ়ামী। কিন্তু যাঁদের কণ্ঠে অহন এবং অনীতের গান এত জনপ্রিয়তা পেয়েছে, সেই সঙ্গীতশিল্পীদেরই নাকি চিনতেন না ছবির অভিনেতা, অভিনেত্রী! এক সাক্ষাৎকারে সঙ্গীতপরিচালক বলেন, “ওদের দেখে মনে হয়েছিল দু’জনেরই ভবিষ্যৎ উজ্জ্বল। ছবিতে যে দুই শিল্পী গান গেয়েছেন, তাঁদের না চিনলেও ফহীম এবং অরসলানের গানের বিপুল প্রশংসা করেছেন অহন এবং অনীত।”

Advertisement

তনিষ্কের এই বক্তব্য নিয়ে সমালোচনা তুঙ্গে। দর্শকের একাংশের দাবি, ছবির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সঙ্গে পরিচয় না থাকা বা তাঁদের না চেনা খুব একটা কাজের কথা নয়। অনেকে লিখেছেন, “নিজের ছবিতে যাঁরা কাজ করছেন তাঁদের না চিনলে তা খুবই চিন্তার বিষয়।”

তবে বহু দিন পরে এমন একটা হিন্দি প্রেমের ছবি দেখে খুশি অনুরাগীরা। নায়ক-নায়িকার রসায়নে বুঁদ গোটা ভারত। কেউ হলে কাঁদছেন, কেউ প্রেমিকাকে কোলে তুলে নাচছেন। কেউ প্রতিশ্রুতিবদ্ধ হাত না ছাড়ার। এখন সমাজমাধ্যমে এই ভিডিয়োই ছয়লাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement