Isha koppikar-Nagarjuna

এক-দু’বার নয়, নাগার্জুনের হাতে ১৪ বার চড় খান ইশা কোপীকর, নেপথ্যের কারণ নিজেই জানালেন

সহ-অভিনেতা নাগার্জুনের হাতে টানা ১৪টা চড় খান ইশা। চড় খেতে খেতে দাগ বসে যায় গালে। তবু নাগার্জুনকে থামতে বারণ করেন ইশা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:৪৬
Share:

কী কারণে নাগার্জুনের হাতে এত গুলো চড় খান ইশা? ছবি: সংগৃহীত।

বলিউডের ‘খাল্লাস গার্ল’ বলা হয় এই নায়িকাকে। শুধু বলিউড নয়, পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠি ছবিতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্নসংস্থানের জন্য নয়, প্যাশনের কারণে অভিনয় করতেন। একটা সময় চুটিয়ে কাজ করেছেন বলিউডে। যদিও বিয়ের পর অভিনয়জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। মাত্র ১৫ বছর বয়সে ‘কাস্টিং কাউচ’র শিকার হন ইশা কোপীকর। এ বার জানালেন আরও এক অভিজ্ঞতার কথা। অভিনেতা নাগার্জুনের হাতে ১৪ বার চড় খান ইশা।

Advertisement

এক বার কিংবা দু’বার নয়, সহ-অভিনেতা নাগার্জুনের হাতে পর পর ১৪টা চড় খান ইশা। চড় খেতে খেতে দাগ বসে যায় গালে। তবু নাগার্জুনকে থামতে বারণ করেন ইশা। এটাই নাকি প্রয়োজন ছিল, জানালেন অভিনেত্রী। তেলুগুতে ইশার প্রথম ছবি ‘চন্দ্রলেখা’। সেই ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যের জন্য থাপ্পড় মারার প্রয়োজন ছিল। অভিনেত্রীর গালে আলতো ভাবে হাত ছোঁয়াচ্ছিলেন অভিনেতা। পাছে ইশার লেগে না যায়। কিন্তু বাধা দেন অভিনেত্রী। দৃশ্যটা বিশ্বাসযোগ্য করে তুলতেই নাগার্জুনকে ইশা সত্যি করে চড় মারার অনুমতি দেন। ১৪ চড়ে ইশার গাল লাল হয়ে যায় সে দিন। আঘাতের দাগ স্পষ্ট হয়ে ওঠে। ইশার কথায়, ‘‘নাগার্জুন দৃশ্যটা শেষ হওয়ার পর কত বার যে সরি বলেছে ঠিক নেই। আমিই এমনটা করতে বলেছিলাম ওকে। তা-ও অপরাধবোধ কাজ করে ওর মধ্যে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement