Gauhar Khan

‘আমরা অতটা উদার নই’, কেন পুত্রবধূ গৌহরের কাজ বন্ধ করার নিদান দিলেন শ্বশুর ইসমাইল দরবার!

বৌমা গৌহর কাজ করুক, চাইছেন না শ্বশুর ইসমাইল দরবার। সুরকার বলেন, ‘‘আমি টিভিতে ও সব দেখতে পারব না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
Share:

(বাঁ দিকে) গৌহর খান, (ডান দিকে) ইসমাইল দরবার। ছবি: সংগৃহীত।

গৌহর খান বলিউডের অভিনেত্রী। যদিও অভিনয়ের থেকে তাঁর নাচের প্রশংসা বেশি। যে ক’টা আইটেম গানে তিনি নাচ করেছেন, সবক’টিই সফল। একাধিক রিয়্যালিটি শোয়ের সফল সঞ্চালিকা তিনি। তার পরও বৌমা কাজ করুক, চাইছেন না শ্বশুর ইসমাইল দরবার। সুরকার বলেন, ‘‘আমি টিভিতে ও সব দেখতে পারব না।’’

Advertisement

ইসমাইল-পুত্র জ়ায়েদ দরবারকে করোনাকালে বিয়ে করেন গৌহর। এই মুহূর্তে দুই পুত্রসন্তানের মা-বাবা তাঁরা। গৌহরের শ্বশুর বলেন, ‘‘বিয়ের পর আমার স্ত্রী আয়েষা পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। সেই সময় ও মাসে ৫ লক্ষ টাকা রোজগার করত। কিন্তু আমি মনে করি কাজ ছেড়ে দেওয়াটা ওর নেওয়া শ্রেষ্ঠ সিদ্ধান্ত। তবে গৌহর কী করবে, সেটা আমি নয়, আমার ছেলে জ়ায়েদই একমাত্র ঠিক করতে পারে।’’

ইসমাইলের ইচ্ছে, গৌহর যেন পর্দায় খোলামেলা কোনও দৃশ্যে অভিনয় না করেন। তাঁর কথায়, ‘‘আমাদের পরিবার অত উদার নয়। এখনও টিভিতে সাহসী দৃশ্য দেখলে চ্যানেল ঘুরিয়ে দেওয়া হয়। তাই গৌহরকে ও ভাবে আমি দেখতে পারব না। কোনও অন্তঃরঙ্গ দৃশ্যে দেখতে চাই না।’’ তবে গৌহরেরর অভিনয়জীবন নিয়ে আপত্তি থাকলেও ইসমাইল জানান, গৌহর যেমন ভাল স্ত্রী, তেমনই ভাল মা। পুত্র জ়ায়েদের সঙ্গে ওঁর সমীকরণও অত্যন্ত ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement