Hollywood

অস্কার পাচ্ছেন জ্যাকি চ্যান

ব্রুস লি’র পর তিনিই মার্শাল আর্টকে হলিউড অ্যাকশন ফিল্মের অন্যতম আকর্ষণ করে তোলেন। হলিউডের সঙ্গে সঙ্গে চিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্রুস লি ছাড়া একমাত্র তিনিই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেন। তিনি জ্যাকি চ্যান। কমেডির সঙ্গে মার্শাল আর্টকে মিশিয়ে অভিনয়কে তিনি এক অন্য মাত্রা দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ১১:১২
Share:

ব্রুস লি’র পর তিনিই মার্শাল আর্টকে হলিউড অ্যাকশন ফিল্মের অন্যতম আকর্ষণ করে তোলেন। হলিউডের সঙ্গে সঙ্গে চিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্রুস লি ছাড়া একমাত্র তিনিই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেন। তিনি জ্যাকি চ্যান। কমেডির সঙ্গে মার্শাল আর্টকে মিশিয়ে অভিনয়কে তিনি এক অন্য মাত্রা দিয়েছিলেন। তাঁর বেশির ভাগ ছবিতেই কমেডি আর মার্শাল আর্টের মিশেল মন জয় করে নিয়েছে বিশ্বের অসংখ্য দর্শকের। একজন স্টান্টম্যান হিসেবে কেরিয়ার শুরু করেন জ্যাকি। স্টান্টম্যান থেকে অভিনেতা, পরিচালক, প্রযোজক হয়ে ওঠা হলিউডের এই লেজেন্ডের হাতে সম্মানিক অস্কার তুলে দিচ্ছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস। ১২ নভেম্বর তাঁর হাতে এই লাইফটাইম অ্যাচিভমেন্ট, সম্মানিক অস্কার তুলে দেওয়া হবে। জ্যাকি চ্যানের সঙ্গে সাম্মানিক অস্কার দেওয়া হবে, এডিটর অ্যানে কোট্স এবং কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টারকে এবং তথ্যচিত্র পরিচালক ফ্রেডরিক ওয়াইসম্যানকে। অস্কারের খবরে বেজায় খুশি জ্যাকি এবং সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ভক্তরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন...
অজয় দেবগণের ‘শিবায়’কে ‘ডোবাতে’ ২৫ লক্ষ টাকা ঢেলেছেন কর্ণ জোহর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন