Jackie Shroff

প্রয়াত পঙ্কজ ধীরের স্মরণসভায় বকুনি দিলেন জ্যাকি শ্রফ, শোকস্তব্ধ পরিবেশে কেন বিরক্ত হলেন

পঙ্কজ ধীরের স্মরণসভার আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের ইসকন মন্দিরে। সেখানে মন্দিরে ঢুকতে গিয়ে জ্যাকি আলোকচিত্রীদের উপর মেজাজ হারালেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৯:০৬
Share:

পঙ্কজ ধীরের স্মরণসভায় গিয়ে বিরক্ত জ্যাকি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

১৫ অক্টোবর প্রয়াত হন ‘মহাভারত’ ধারাবাহিক খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর। তাঁর শেষ যাত্রায় হাজির ছিলেন সলমন খান থেকে হেমা মালিনীরা। অভিনেতার স্মরণসভার আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের ইসকন মন্দিরে। সেই মন্দিরে ঢুকতে গিয়ে আলোকচিত্রীদের উপর মেজাজ হারালেন জ্যাকি।

Advertisement

মুম্বইয়ে ছবিশিকারিদের দৌরত্ম্যে প্রাণ ওষ্ঠাগত তারকাদের। তারকাদের প্রাত্যহিক জীবনের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য দৌড়োচ্ছেন তাঁরা। এর জেরে প্রায়ই ছবিশিকারিদের উপর মাথা গরম করে ফেলেন তারকারাও। পঙ্কজ ধীরের স্মরণসভায় এমনই ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওইদিন স্মরণসভায় জ্যাকির পরনে ছিল সাদা পাজামা-পঞ্জাবি, চোখে রোদচশমা। সকলের সঙ্গে দেখা করে গাড়িতে ওঠার সময় তাঁর পিছু নেয় ছবিশিকারির দল। তাতেই বিরক্ত হন জ্যাকি। তিনি হাঁটতে হাঁটতে থেমে গিয়ে বলেন, ‘‘তোমাদের বুদ্ধি আছে তো। তোমার বাড়িতে আমার বাড়িতে এমন কিছু হলে কেমন লাগত?’’

আসলে সরাসরি ছবি তুলতে বারণ না করে অন্য ভাবে শিক্ষা দিচ্ছিলেন জ্যাকি। পঙ্কজের মৃত্যুতে এমনিতেই তিনি শোকাহত। অভিনেতার কথায়, ‘‘মাস তিনেক আগেও ওর সঙ্গে কথা হল। তখন দিব্যি ভাল ছিল। ধারাবাহিকে কাজ শুরু করেছিল। হঠাৎ চলে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement